বাগেরহাটের মোরেলগঞ্জে ফুফাতো ভাইয়ের মৃত্যুর খবর শুনে দেখতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন যুবক সিয়াম গাজী (২০)। শনিবার সকালে পিরোজপুর-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও ৩জন। আহতদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত যুবকের চাচা ফারুক গাজী জানান, শনিবার সকালে তার ভাইপো সিয়াম গাজী ফুফাতো ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে পরিবারের আরও ৪ জন সদস্যের সঙ্গে ইজিবাইতে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাঁধালের বলভদ্রপুর নামক স্থানে পিরোজপুর থেকে ছেড়ে আসা ’আশা পরিবহন’ ইজিবাইকটিকে সজোড়ে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সিয়াম গাজীর মৃত্যু হয়।
এ সময় ইজিবাইকে থাকা নিহতের পিতা মজিবর রহমান গাজী (৫৫), ইজিবাইক ড্রাইভার বাপ্পি (২৫) ও এক পথচারী গুরুত্বর আহত হয়। নিহত সিয়াম গাজী ঢাকায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরি করতেন।
খুলনা গেজেট/ টিএ