খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
মেসি-নেইমার-রোনালদোদের শোক

‘ফুটবলকে শিল্পে পরিণত করেন পেলে’

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবল মহারাজা পেলের মৃত্যুতে শোকে কাতর ফুটবল বিশ্ব। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ার নানা প্লাটফর্ম এই মহাতারকা নিয়ে পোস্টে ভরে উঠেছে।

রাজা পেলের প্রয়াণে ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে ব্রাজিলের বর্তমান সময়ের সেরা তারকা নেইমার লেখেন, পেলে ফুটবলের সবকিছু বদলে দিয়েছিলেন, ‘পেলের আগে, ফুটবল ছিল স্রেফ একটি খেলা। পেলে সব কিছু বদলে দেন। তিনি ফুটবলকে পরিণত করেন শিল্পে, বিনোদনে। তিনি ছিলেন দরিদ্র ও কালো মানুষের কণ্ঠস্বর।’

‘মূলত তিনি ব্রাজিলকে তুলে ধরেছিলেন। ফুটবল ও ব্রাজিলকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মহারাজা। তিনি চলে গেছেন, কিন্তু জাদুটা রয়ে গেছে।’

কদিন আগে বিশ্বকাপ জিতে ছুটিতে থাকা আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি পেলের সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে’

আবেগঘন পোস্ট দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ‘আমার সমবেদনা পুরো ব্রাজিলের প্রতি, বিশেষ করে এডসন আরেন্তেস দু নসিমন্তর প্রতি। কেবল মাত্র “বিদায়” শব্দটি দিয়ে এই ফুটবল কিংবদন্তিকে হারানোর বেদনা বোঝানো যাবে না। কোটি কোটি মানুষের প্রেরণা তিনি। গতকাল, আজ ও চিরকালের উদাহরণ তিনি। তার কীর্তি কখনো মলিন হবে না। তার স্মৃতি ফুটবলপ্রেমীদের নাড়া দিবে সব সময়। শান্তিতে ঘুমান রাজা’

৮২ বছর বয়সি পেলের মৃত্যুতে শোক জানিয়েছেন পিএসজির ফরাসী তারকা কিলিয়ান এমবাপে। কদিন আগেই বিশ্বকাপের ফাইনাল হারা এমবাপেকে নিয়ে সমবেদনা জানিয়ে পোস্ট দিয়েছিলেন পেলে, এমবাপের খেলায় মুগ্ধতার কথাও জানিয়েছিলেন। এমবাপে এবার স্মরণ করছেন এই কীর্তিমানকে, ‘তিনি ফুটবলের মহারাজা। তার কীর্তি থাকবে অমলিন।’

ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন লেখেন, ‘আপনি সব সময় শ্রেষ্ঠ থাকবেন। কারণ ৬০ বছর আগে প্রবল প্রতিকূলতার মধ্যে যা করে দেখিয়েছেন এখনো সবাই তা পারে না।’

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা স্যার জিওফ হার্স্ট জানান তার চোখে পেলেই সেরা, ‘কোন সন্দেহ নেই যাদের বিপক্ষে খেলেছি তাদের মধ্যে পেলেই শ্রেষ্ঠ। আমি গর্বিত তার সঙ্গে খেলতে পেরেছি।’ স্যার ববি চার্লটন লেখেন, ‘সত্যিকারের জাদুকর পেলে, অসাধারণ মানুষও।’

১৩৬৩ স্বীকৃত ম্যাচ খেলে ১ হাজার ২৮১ গোল করেছেন পেলে, যা আজও কেউ ভাঙতে পারেনি। ৯২টি আন্তর্জাতিক ম্যাচে ৭৭ গোলও আসে তার পা থেকে। সর্বশেষ বিশ্বকাপে যা স্পর্শ করেন নেইমার। একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) এই কিংবদন্তি। ২০০০ সালে ফিফা তাকে শতাব্দী সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত করেছিল।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!