বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চতুর্থ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি। আজ শনিবার তাবিথ আউয়ালকে চার ভোটে হারিয়ে সহসভাপতি হয়েছেন তিনি। জয়ের পর সবাইকে নিয়ে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানালেন সমন্বয় পরিষদের মহি।
গত ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন সব পদের প্রার্থী নির্বাচিত হলেও চতুর্থ সহসভাপতি পদে সমান ভোট পেয়ে ভাগ্য ঝুলে যায় তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ মহির।
আজ শনিবার চতুর্থ সহসভাপতি পদে পুনর্র্নিবাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৩০ ভোটের মধ্যে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি; তাবিথ আউয়াল পেয়েছেন ৬৩ ভোট।
নির্বাচনের ফল ঘোষণা শেষে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহি বলেন, ‘কে ভোট দিয়েছেন, কে দেননি সেসব ভুলে সবাইকে নিয়ে আমাদের ফুটবলের উন্নয়নে কাজ করতে হবে। ফুটবল আমার স্বপ্ন। ফুটবল নিয়ে স্বপ্ন দেখি আমি। ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব।’
এর আগে ৩ অক্টোবরের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, দ্বিতীয় হয়েছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও তৃতীয় হয়েছেন আতাউর রহমান মানিক। এবার তাঁদের সঙ্গে আগামী চার বছর বাফুফের সহসভাপতির দায়িত্ব পালন করবেন মহিউদ্দিন মহি
খুলনা গেজেট/এএমআর