খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার বড় বাজারের পাটের বস্তার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
  আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ফিল্মফেয়ার অ‌্যাওয়ার্ড জিতলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক

দুই বাংলার পরিচিত মুখ জয়া আহসান। অভিনয় গুণে ওপার বাংলার মানুষের মনে শক্ত জায়গা গড়ে নিয়েছেন এই অভিনেত্রী। কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো তিনি পেলেন ফিল্মফেয়ার অ‌্যাওয়ার্ড (বাংলা)।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত টলিউড সিনেমা ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া। বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় ভারতের কলকাতার একটি তারকা হোটেলে আয়োজন করা হয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে হাজির হয়ে পুরস্কার গ্রহণ করেন জয়া। এর মাধ‌্যমে তার প্রাপ্তির মুকুটে যুক্ত হলো নয়া পালক।

‘রবিবার’ ও ‘বিজয়া’ ছবিতে অন্যতম অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে এই পুরস্কার পান জয়া। আর ‘গুমনামি’ সিনেমা দিয়ে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসঙ্গত, ‘রবিবার’ সিনেমাটিতে জয়া অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে। এই সিনেমার পরিচালক অতনু ঘোষ। ‘বিজয়া’ সিনেমাটি নির্মাণ করেছেন কৌশিক গাঙ্গুলী। এতে জয়ার বিপরীতে আছেন আবীর চ্যাটার্জি।

পুরস্কারপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়তেই বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকাদের প্রশংসায় ভাসছেন জয়া আহসান। তাদের ভাষায়—‘জয়া আহসান সবার গর্ব।’ বরেণ‌্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।

চলতি সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে বলিউডের ফিল্মফেয়ার পুরস্কার, তারপর হলো টলিউডে। কলকাতার বাংলা ভাষার সিনেমাকে উৎসাহ দিতে এই আয়োজন।

২০১৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসান এ পুরস্কার পান ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য। তারও আগে অরিন্দম শীল নির্মিত ‘ঈগলের চোখ’ সিনেমায় অভিনয়ের জন্য জয়া পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন। ২০১৪ সালে একই পরিচালকের ‘আবর্ত’ সিনেমার জন্যও মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী।

খুলনা গেজেট/এমএইচবি

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!