খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

ফিলিস্তিন ইস্যুতে ওআইসির জরুরি সম্মেলন বুধবার

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের আহ্বানে ১৮ অক্টোবর জেদ্দায় শুরু হচ্ছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি সম্মেলন। ফিলিস্তিন সংকট নিয়ে জেদ্দায় আয়োজিত এই সম্মেলনে অন্যান্য মুসলিম দেশের মতো যোগ দেবে বাংলাদেশের প্রতিনিধিদল। রোববার (১৫ অক্টোবর) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী আরও বলেন, ১৮ অক্টোবর সৌদি আরবে ফিলিস্তিন সংকট নিয়ে ওআইসি’র বৈঠক রয়েছে। সেখানে যোগ দিচ্ছে বাংলাদেশ। দুই রাষ্ট্র নীতি বাস্তবায়নই ফিলিস্তিন সমস্যার সমাধান সম্ভব।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কথায় গুরুত্ব দেয়ার কিছু নেই, সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, মার্কিন প্রাক নির্বাচনী মিশনের পরামর্শ স্বাগত জানায় ঢাকা। সংলাপ তো আমরা করছিই, তারা চাইলে তারাও করুক, কোনো আপত্তি নেই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সংলাপের পক্ষে সবসময়ই। সব দল মত নির্বিশেষে আলাপ করি আমরা। তাদের কথা (যুক্তরাষ্ট্র) তারা বলেছে, আমাদের এতে গুরুত্ব দেয়ার কিছু নেই। সরকারের ওপর আস্থা রাখুন।

মন্ত্রী বলেন, নির্বাচন একটা খেলা, বিদেশিরা এটা নিয়ে কথা বলে মজা পায়, গণমাধ্যমও উসকানি দেয়।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!