ফিলিস্তিনে মুসলমানরা বিপদে আজ আছে
ইহুদীদের নির্যাতনে কষ্টে জীবন বাঁচে।
বলবো কত ইহুদীদের নির্যাতনের কথা?
ন্যায্য দাবি মুসলমানদের চাই যে স্বাধীনতা।
মুসলমানদের নিয়ে চলছে ষড়যন্ত্র কত
বীর মুসলমান ওদের কাছে হবে কি আর নত?
শোকের ছায়া ফিলিস্তিনের সবার ঘরে ঘরে
প্রথম কিবলা আকসা মসজিদ দখল ওরা করে।
দ্বীন ইসলামের বিজয় হবে এই স্লোগান মুখে
শান্তির জোয়ার আসবে ফিরে মুসলমানদের বুকে।
মুসলমানদের শত্রুরা সব ধ্বংস হয়ে যাবে
সন্দেহ নেই পাপের শাস্তি খুব অচিরেই পাবে।
বিশ্বের মুসলিম জেগে ওঠো জাগবে বলো কবে?
এক হয়ে আজ ইহুদীদের রুখে দিতে হবে।
ফিলিস্তিনে লাশের মিছিল ঝরছে দেহে রক্ত
মুসলিম তবু হার মানেনা ঈমানটা খুব শক্ত।
খুলনা গেজেট/এনএম