ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সোমবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে দেশের বিভিন্ন শহরে একযোগে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করবে তারা। রোববার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা পৃথক পৃথক বিবৃতিতে এ ঘোষণা দেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্র সংগঠন কর্মসূচিতে একাত্মকা ঘোষণা করেছেন। তারা সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মার্কিন দূতাবাস অভিমুখে গণযাত্রার ঘোষণা
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে সেখানে একটি গায়েবানা জানাজাও সম্পন্ন হয়।
এই কর্মসূচি থেকে ৮ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্কিন দূতাবাস অভিমুখে গণযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়।
খুলনা গেজেট/এইচ