খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) শ্যামনগর প্রেসক্লাবের সামনে স্থানীয় ২১টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সম্মিলিতভাবে এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে ফিলিস্তিনির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উদ জামান সাঈদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম আকবর কবির, সাবেক সহসভাপতি এস কে সিরাজসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

বক্তারা বলেন, ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে মানবিক বিপর্যয় নেমে এসেছে। তাদের হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয়, নারী, শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক, উৎসর্গ সোসাইটি, রক্তের বাধন স্বেচ্ছাসেবক সংস্থা, আহবান সোসাইটি, সাতক্ষীরার মানবিক সেবা টিম, আস্থা রক্তদান সংস্থা, শ্যামনগর ব্লাড ব্যাংক, শ্যামনগরের রূপ ও বৈচিত্র্য, ঈশ্বরীপুর ব্লাড ব্যাংক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, রূপা সোসাইটি, অর্পন সোসাল অর্গানাইজার, মানবতার লাইব্রেরি, নিরাপদ উপকূল চাই, প্রত্যয় রক্তদান সংস্থা, পদ্মাপুকুর ইউনিয়ন রক্তদান সংগঠন, মানক কল্যাণ যুব সংঘ, কৈখালী ইউনিয়ন মানবিক রক্তদান সংস্থা, স্বপ্ন সিড়ি সোসাইটি, আব্দুল মান্নান রক্তদান সংস্থা ও মানবতার সিড়ি।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!