খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফিলিস্তিনে ইসরাইলি হামলা বন্ধের দাবি সাতক্ষীরা ইমাম সমিতির

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলা বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরার শহরের লাবনী মোড় সংলগ্ন শহীদ আলাউদ্দিন চত্ত্বরে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মাও. জাহাঙ্গীর আলম, মাও. মনিরুল ইসলাম ফারুকী, মাও. তরিকুল ইসলাম, হাফেজ মাও. জুলফিকার আলী, মাও. শাহাদাত হোসেন, মাও. রুস্তম আলী, মাও. মাহামুদুল হাসান, মাও. আফজাল হোসেন, মাও. মোতাহার হোসেন মুমিন, মাও. মোমাহার হোসেন ফিরোজ, মাওলানা আব্দুল হাকিম, হাফেজ কামরুল হাসান প্রমুখ।

মানববন্ধনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বক্তারা বলেন, ইসরাইলের বাহিনী ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর যেভাবে বর্বর হামলা চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়ের সামিল। আমরা ইসরায়েলের সরকারসহ তাদের মদদদাতাদের স্পষ্টভাবে বলতে চাই, অনতিবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তাদেরকে কঠোর মূল্য দিতে হবে। আমরা মুসলিম বিশ্ব যেভাবে ফ্রান্সকে নত শিকার করতে বাধ্য করেছিলাম ঠিক সেভাবে ইসরাইলকেও নত করবো।

ইমাম সমিতির নেতৃবৃন্দ ফিলিস্তিন নাগরিকদের উপর সন্ত্রাসী ইসরাইলি বর্বরোচিত হামলার ধিক্কার জানিয়ে আরো বলেন, এই হামলা ও চলমান সহিংসতার জন্য ইসরাইল একাই দায়ী। অনতিবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। একইসাথে ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য দেয়ার জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকলকে দ্রুতকার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা বলেন, বিশ্ববাসীর কাছে এ কথা স্পষ্ট হয়ে গিয়েছে যে, চলমান সংঘাতে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোন সমাধান হবে না। তাই অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। নেতৃবৃন্দ মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার জন্য ওআইসি, জাতিসঙ্ঘ, শান্তিকামী বিশ্ববাসী ও মুসলিম দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

এসময় বক্তারা শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডা. মুহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করে বলেন, ফিলিন্তিনিদের উপর বর্বর হামলার মধ্যদিয়ে যেখানে মানবতার চরম লঙ্ঘন করছে ইসরাইল। ঠিক সেই সময় ড. মুহাম্মদ ইউনূস ইসরাইলকে একশো কোটি টাকার সহায়তা দিয়েছে বলে আমরা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জেনেছি। যেটা একজন বাংলাদেশি হিসেবে সবার জন্য অত্যান্ত লজ্জার ব্যাপার।

ফিলিস্তিনিদের পাশে থাকতে বর্তমান আ’লীগ সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বক্তারা আরো বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ফিলিস্তিনের জনগণের পক্ষে ছিল, আছে এবং থাকবে। আমরা আশাকরি ফিলিস্তিনিদের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। আর ইসরাইলের পণ্য রাষ্ট্রীয় ভাবে বয়কট ঘোষণা করবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!