ফিলিস্তিনে হতাহতের ঘটনায় শনিবার ( ২১ অক্টোবর ) শোক পালন করবে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সড়ক ভবনে আয়োজিত ১৫০টি সেতুসহ কয়েকটি প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। এসময় শুক্রবার মসজিদসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কেউ নাখোশ হবে এই ভয়ে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে নেই বিএনপি।
শেখ হাসিনা বলেন, জাতির পিতার আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়নে কাজ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন। বিএনপির সব কাজই ধ্বংসাত্মক, এই বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনে আপত্তি নেই, আগুন সন্ত্রাস করলে কাউকে ছাড় দেয়া হবে না। আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষ এবং সম্পদের ক্ষতি করলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/এনএম