পশ্চিমতীরে বিক্ষুদ্ধ ফিলিস্তিনিদের হাসতে হাসতে গুলি করছে ইসরাইলি সেনারা। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর এক সাংবাদিক সম্প্রতি তার ক্যামেরায় বর্বর এ দৃশ্য ধারণ করেছেন। খবর আরব নিউজের।
এতে দেখা গেছে, জোর করে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে তা গুঁড়িয়ে দেয়া হচ্ছে বুলডোজার দিয়ে।
পশ্চিমতীরের কাফর মালিক শহরে সম্প্রতি উচ্ছেদ করা অসহায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও গুলি করতে দেখা যায় ইসরাইলি সেনাদের। এ সময় নির্দয়ভাবে তাদের হাসতে দেখা গেছে। ইসরাইলি সেনাদের এ ধরণের বর্বর আচরণের নিন্দা জানিয়েছেন বিবেকবান মানুষরা।
আনাদোলুর ক্যামেরাম্যান হিশাম আবু শাকরা বলেন, অসহায় ফিলিস্তিনিদের রক্ত দিয়ে হোলি খেলছে ইসরাইলিরা।
ফিলিস্তিনিরা যখন তাদের বাড়িঘর জবর-দখলের প্রতিবাদ করছিল, তখন ইসরাইলি সেনারা তাদের গুলি করে উল্লাসে হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে।
১৯৬৭ সাল থেকে ইসরাইল পশ্চিমতীরে দখলদারিত্ব চালিয়ে আসছে।
খুলনা গেজেট/কেএম