খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ
  সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন
  ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

ফিলিপাইনে বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি বিশ্ববিদ্যালয়ে খ্রিস্টানদের সমাবেশে বোমা হামলায় তিনজন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। খবর: বিবিসি’র।

রোববার (৩ ডিসেম্বর) দেশটির মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) জিমন্যাসিয়ামে একটি অনুষ্ঠানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন লানাও দেল সুরের মিন্দানাও গভর্নর মামিন্টাল আলন্তো আদিওং জুনিয়র। তিনি বলেন, ‘আমার প্রদেশে আমরা মৌলিক মানবাধিকারকে সমুন্নত রাখি। এর মধ্যে ধর্মের অধিকার অন্তর্ভুক্ত।’

মামিন্টাল আলন্তো আদিওং বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলারও নিন্দা করা উচিত। কারণ এগুলো এমন জায়গা যা শান্তির সংস্কৃতিকে প্রচার করে এবং আমাদের তরুণদের এই দেশের ভবিষ্যৎ গঠনকারী হিসেবে গড়ে তোলে।’

এর আগে ২০১৭ সালে শহরটিতে সরকারি বাহিনী ও জঙ্গি সংগঠন আইএসের সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে পাঁচ মাসব্যাপী সংঘাত হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!