খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

ফিরে যেতে চাই গ্রামের শৈশবে

আবদুস সালাম খান পাঠান

১.
আমি ফিরে যেতে চাই গ্রামের শৈশবে যেখানে সবুজাভ
গাছপালা বাঁশঝাড় উপবন, আম-কাঁঠাল আনারসের বাগান
রাজী নদীর তীর শস্য-শ্যামলা ধান-পাট, শন ক্ষেত আঙিনা ।
বাড়ীর ধারে রাঙা পাতা বাহার, সারি সারি সুপারি –
নারিকেল গাছ, বটবৃক্ষের সুশীতল ছায়া, স্মৃতিময় –
উঠোনে লেবুর বাগান, ছোট বেলার চাঁদ মামা ডাকার
খোলা আকাশ, জোৎস্না তারার সৌন্দর্য উজ্জল শোভা
– আবেগভরা প্রেম-বাসনা ।

সরিষার হলুদ ফুলের মাঠ, মলদীঘির শানবান্ধা ঘাট –
সুপেয় পানির বড় পুকুর, মাটির স্নেহের পরশমাখা
পিতৃ-মাতৃ-স্নেহের আদর-সোহাগভরা, প্রকৃতি প্রেমের –
সুমধুর ঐশ্বর্যভরা মায়াবী সুমধুর আলপনা ।

পাখিদের কলকাকলী, গুঞ্জনভরা বালিজোড়া গ্রামটি
পুষ্প কুঁড়ি, ফলে ফুলে গন্ধভরা অপূর্ব সুন্দর বনবীথি ছায়া ।
পুকুরে মাছরাঙা পাখির নাচন, কৃষ্ণচূড়া রঙে রঙিন
মনের জাগ্রত বাসনা অগণন |

সোনালী বাংলা স্বপ্নেভরা, সোনার দেশের লোক-শিল্প –
গ্রামীণ কৃষাণীর গৃহস্থালির গোছানো সুন্দর-চারু
কারুকাজ, ঘানি-ভাঙা সরিষার তৈল, রমণীর
ঢেকি ছাঁটা চাউলের পিঠা মহোৎসব, আনন্দ সমারোহে
অগ্রহায়ণের ধানের-ফসলে, গোলাভরা ধান সম্পদ
অপরূপ সুন্দর দৃশ্যপট শ্রমজীবি মানুষের সাড়া জাগানো
প্রাণের উন্মাদনা, আনন্দ-উল্লাস, ভালোবাসার স্বপ্নময়
সুখেরই ঘ্রান । মহুয়া-মলুয়ার প্রেমগীতি রসনা ।
গোধুলি সন্ধ্যা প্রহরে-সূর্যাস্ত কালে সূর্যডুবে ঐ যে সাঁঝের মায়ায়
কড়ুইগাছের-ডালে ।

মাঠের গরু ছাগল ঘরে ফিরে দলে দলে পালে পালে
আশ্রয়ে নিজ নিজ গোহালে ।
উনুনে রান্নাবান্না চড়ে উঠোনে, লাকড়ির আগুনে
পুড়াপিঠা, পিঠাপুলি তৈরী হয় রাতভর, সেখানে,
কেহ কেহ আধোঘুমে খোলা বাতায়নে, কতো
আদর-আপ্যায়ণ আত্মীয় স্বজনে । শস্য ফসলে সোনালী আঁশে
মনের সুখ আনে প্রাত্যহিক জীবনে ।

২.
বাড়ীর বড় পুকুরে রক্তপদ্ম ফুটে, কলমী ফুল
ফুটে, অনেক বাসনা জাগে মনে । ধলেশ্বর
বিলে শাপলা, শালুক তুলে শিশু কিশোরেরা
মনের সুখে ছড়া-গানে |

শৈশবের স্মৃতিময় খেলাধুলার সুন্দর মাঠ, সুজলা
সুফলা প্রান্তর – দু’চোখের ভালোবাসার অশ্ৰুঝরা
নদীতট, বনতল, প্রেম-উল্লাস, মায়াবী স্মৃতির –
প্রকৃতি প্রেম গ্রামের শৈশবের স্বপ্নময় আলেখ্য অধুনা।

আমি ফিরে যেতে চাই ; আবার, গ্রামের শৈশবে
পিতৃ মাতৃ কোলে, ভোরের শিশির ভেজা তৃণ –
ঘাসে, সবুজ শ্যামল পত্র পল্লব, ছায়ায় রৌদ্রোজ্জল
সকালের উন্মুক্ত বাতাসের মৃদু-প্রবাহ ঘরের আঙিনাতে।
যেখানে রয়েছে চির শাশ্বত শৈশব স্মৃতি – মাতৃ পিতৃ স্নেহের
আদর সোহাগ -স্নেহ-মায়ার শত কল্পনা ভাবনা।
জীবনের অত্যুজ্জ্বল বাসনা, বাংলাদেশের গ্রামটি
আমার সুন্দর সোনালী সুখের অপূর্ব লালিত্য ব্যঞ্জনা।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!