খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

ফিরে যেতে চাই গ্রামের শৈশবে

আবদুস সালাম খান পাঠান

১.
আমি ফিরে যেতে চাই গ্রামের শৈশবে যেখানে সবুজাভ
গাছপালা বাঁশঝাড় উপবন, আম-কাঁঠাল আনারসের বাগান
রাজী নদীর তীর শস্য-শ্যামলা ধান-পাট, শন ক্ষেত আঙিনা ।
বাড়ীর ধারে রাঙা পাতা বাহার, সারি সারি সুপারি –
নারিকেল গাছ, বটবৃক্ষের সুশীতল ছায়া, স্মৃতিময় –
উঠোনে লেবুর বাগান, ছোট বেলার চাঁদ মামা ডাকার
খোলা আকাশ, জোৎস্না তারার সৌন্দর্য উজ্জল শোভা
– আবেগভরা প্রেম-বাসনা ।

সরিষার হলুদ ফুলের মাঠ, মলদীঘির শানবান্ধা ঘাট –
সুপেয় পানির বড় পুকুর, মাটির স্নেহের পরশমাখা
পিতৃ-মাতৃ-স্নেহের আদর-সোহাগভরা, প্রকৃতি প্রেমের –
সুমধুর ঐশ্বর্যভরা মায়াবী সুমধুর আলপনা ।

পাখিদের কলকাকলী, গুঞ্জনভরা বালিজোড়া গ্রামটি
পুষ্প কুঁড়ি, ফলে ফুলে গন্ধভরা অপূর্ব সুন্দর বনবীথি ছায়া ।
পুকুরে মাছরাঙা পাখির নাচন, কৃষ্ণচূড়া রঙে রঙিন
মনের জাগ্রত বাসনা অগণন |

সোনালী বাংলা স্বপ্নেভরা, সোনার দেশের লোক-শিল্প –
গ্রামীণ কৃষাণীর গৃহস্থালির গোছানো সুন্দর-চারু
কারুকাজ, ঘানি-ভাঙা সরিষার তৈল, রমণীর
ঢেকি ছাঁটা চাউলের পিঠা মহোৎসব, আনন্দ সমারোহে
অগ্রহায়ণের ধানের-ফসলে, গোলাভরা ধান সম্পদ
অপরূপ সুন্দর দৃশ্যপট শ্রমজীবি মানুষের সাড়া জাগানো
প্রাণের উন্মাদনা, আনন্দ-উল্লাস, ভালোবাসার স্বপ্নময়
সুখেরই ঘ্রান । মহুয়া-মলুয়ার প্রেমগীতি রসনা ।
গোধুলি সন্ধ্যা প্রহরে-সূর্যাস্ত কালে সূর্যডুবে ঐ যে সাঁঝের মায়ায়
কড়ুইগাছের-ডালে ।

মাঠের গরু ছাগল ঘরে ফিরে দলে দলে পালে পালে
আশ্রয়ে নিজ নিজ গোহালে ।
উনুনে রান্নাবান্না চড়ে উঠোনে, লাকড়ির আগুনে
পুড়াপিঠা, পিঠাপুলি তৈরী হয় রাতভর, সেখানে,
কেহ কেহ আধোঘুমে খোলা বাতায়নে, কতো
আদর-আপ্যায়ণ আত্মীয় স্বজনে । শস্য ফসলে সোনালী আঁশে
মনের সুখ আনে প্রাত্যহিক জীবনে ।

২.
বাড়ীর বড় পুকুরে রক্তপদ্ম ফুটে, কলমী ফুল
ফুটে, অনেক বাসনা জাগে মনে । ধলেশ্বর
বিলে শাপলা, শালুক তুলে শিশু কিশোরেরা
মনের সুখে ছড়া-গানে |

শৈশবের স্মৃতিময় খেলাধুলার সুন্দর মাঠ, সুজলা
সুফলা প্রান্তর – দু’চোখের ভালোবাসার অশ্ৰুঝরা
নদীতট, বনতল, প্রেম-উল্লাস, মায়াবী স্মৃতির –
প্রকৃতি প্রেম গ্রামের শৈশবের স্বপ্নময় আলেখ্য অধুনা।

আমি ফিরে যেতে চাই ; আবার, গ্রামের শৈশবে
পিতৃ মাতৃ কোলে, ভোরের শিশির ভেজা তৃণ –
ঘাসে, সবুজ শ্যামল পত্র পল্লব, ছায়ায় রৌদ্রোজ্জল
সকালের উন্মুক্ত বাতাসের মৃদু-প্রবাহ ঘরের আঙিনাতে।
যেখানে রয়েছে চির শাশ্বত শৈশব স্মৃতি – মাতৃ পিতৃ স্নেহের
আদর সোহাগ -স্নেহ-মায়ার শত কল্পনা ভাবনা।
জীবনের অত্যুজ্জ্বল বাসনা, বাংলাদেশের গ্রামটি
আমার সুন্দর সোনালী সুখের অপূর্ব লালিত্য ব্যঞ্জনা।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!