তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে হেরে আজ রোববার সিরিজ বাঁচানোর লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে এদিনও টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের ব্যাটে ভালো শুরু পায় সফরকারীরা। তবে ৬ রানের ব্যবধানে দুইজন আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ।
প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে ৬২ রান তোলা বাংলাদেশ দল তামিম-বিজয়ের ব্যাটে ভালোই এগিয়ে যায়। দুর্দান্ত ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেম অধিনায়ক তামিম। ৪৩ বলে ফিফটি ছোয়ার পর অবশ্য নিজের ইনিংসটাকে আর টানতে পারেননি এই বাঁহাতি। ১০ চার ও ১ ছয়ে ৪৫ বলে আউট হন ৫০ রানে। খানিক পর বিজয় ২০ করে রান আউটে কাটা পড়েন।
৬ রানের ব্যবধানে ২ উইকেট হারায় সফরকারীরা। দলীয় ৭২ রানে দুইজন আউট হলে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও একাদশে ফেরা নাজমুল হোসেন শান্ত। কিন্তু ইনিংসের ২৪তম ওভারের শুরুর বলে পার্টটাইমার মাধেভেরেকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হয়ে ফেরেন মুশফিক। ৩১ বলে ২৫ রান করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
মাধেভেরের আউটসাইড অফের বল খেলতে দেরি করে ফেলেন শান্ত। তাতেই কাটা পড়েন। বল ব্যাটের কানায় লেগে যায় উইকেটের পেছনে। ৫ চারে ৫৫ বলে ৩৮ রান করেন এই বাঁহাতি। ক্রিজে মাহমুদউল্লাহর সঙ্গী আফিফ।
বাংলাদেশ: ১৫৭/৪ (৩৩ ওভার)
খুলনা গেজেট/ এস আই