খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে দুপুর ১২টায় বিএনপির সংবাদ সম্মেলন

ফিফা থেকে ১৫ লাখ ডলার অনুদান পাওয়ার আশায় বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বের ফুটবল স্থবির হয়ে পড়ায় ক্ষতির মুখে পড়েছে অনেক দেশ। এই ক্ষতি পুষিয়ে নিতে সদস্য ২১১টি দেশের জন্য ১৫০ কোটি ডলারের রিলিফ প্ল্যান করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সেখান থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফার কাছ থেকে ১৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকা) সহায়তা পাওয়ার আশা করছে। ঈদের পর এই সহযোগিতা পাওয়ার কাজ শুরু করবে বাফুফে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এই বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তবে ফিফা পুরো অর্থ একবারে দেবে না, দুই কিস্তিতে ভাগ করে দেবে। ফেডারেশনকে ১০ লাখ ও নারী ফুটবল উন্নয়নের জন্য দেবে ৫ লাখ ডলার।

বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘এক মিলিয়ন ডলার প্রতিটি দেশকে দেওয়া হবে, দুই কিস্তিতে। প্রথম কিস্তির টাকা নিয়ম নীতি মেনে খরচ করা হয়েছে, এ ব্যাপারে ফিফা সন্তুষ্ট হওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা দেবে। কিভাবে অর্থ পাওয়া যাবে ও খরচ করতে হবে, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে। সর্বোচ্চ ৫ লাখ ডলার মেয়েদের ফুটবলের জন্য দেবে। এ ব্যাপারে তথ্য-উপাত্ত তাদেরকে পাঠাতে হবে। তাদের সেক্রেটারিয়েট বা নির্দিষ্ট কমিটি এ ব্যাপারে অনুমোদন পাওয়ার পর এই অর্থ দেওয়া হবে। ’

তিনি আরও বলেন, ‘হতে পারে খেলাধুলা পুনরায় শুরু করা বা পুনরায় শুরুর পর থেকে যে প্রটোকলগুলো মেনটেইন করতে হয়, সেখানে ব্যয় করা বা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ, জাতীয় দল সংক্রান্ত কার্যক্রম, অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে খরচের ব্যাপারে জোর দিয়েছে ফিফা। আমাদের যারা বিভিন্ন স্টেকহোল্ডার রয়েছে- ডিএফএ, ক্লাব, রেফারি, খেলোয়াড়, প্রশিক্ষক, সংগঠক সবাইকে এর আওতায় আনার জোর চেষ্টা থাকবে আমাদের। ঈদের পর এ বিষয়ে ফিফার সঙ্গে বসব। তখন আমরা আমাদের ক্রাইটেরিয়াগুলো তুলে ধরতে পারব। অ্যাপ্লাই করতে পারব। ’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!