ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ফিফটি তুলে নিয়েছেন বিরাট কোহলি। প্রতিযোগিতার মেগা ফাইনালে টস হেরে ব্যাটিং নেমে ৮১ রানের মধ্যে ৩ উইকেট হারায় ভারত। দলীয় ১৪৮ রানের মাথায় ক্যারিয়ারের ৭১তম ফিফটি তুলে বিদায় নিয়েছেন বিরাট কোহলি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৪ উইকেটে ১৬২ রান নিয়ে ব্যাট করছে ভারত। রাহুলের সাথে ক্রিজে আছেন জাদেজা।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন রোহিত শর্মা। জশ হ্যাজেলউডের প্রথম ও তৃতীয় ওভারে ৩টি চার ও একটি ছক্কা হাঁকিয়ে শুরু করেন ভারত অধিনায়ক। ইনিংসের পঞ্চম ওভারে শুভমান গিলকে অ্যাডাম জাস্পার হাতে বন্দি করেন মিচেল স্টার্ক। ৪ রানে সাজঘরে ফেরত যান ভারত ওপেনার।
ওয়ানডাউনে নেমে স্টাকের চতুর্থ ওভারে টানা তিন-চার মারেন কোহলি। দলীয় সপ্তম ওভারে ৫০ রান তোলে ভারত। তবে ১০ম ওভারের চতুর্থ বলে ভারত অধিনায়ককে ফেরত পাঠান ম্যাক্সওয়েল। মাত্র ৩১ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক। পরের ওভারে ৪ রানে সাজঘরে ফিরে যান আইয়ার।
ইনিংসের ২৫ ওভারের সময় ক্যারিয়ারের ৭১তম ফিফটি পূরণ করেন কোহলি। ৪টি চারের সাহায্যে ৫৪ রানে ফিরেন চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্সের বলে বোল্ড হন ভারতীয় রান মেশিন।
খুলনা গেজেট/ টিএ