খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফিঞ্চ-স্মিথের জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রান পাহাড়

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে ইনিংসের প্রথম বল থেকেই দারুণ ব্যাটিং করেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান। সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথ। দুই তারকার জোড়া সেঞ্চুরিতে ভারতকে ৩৭৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

আজ শুক্রবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৭৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বাধিক ১১৪ রানের ইনিংস খেলেছেন ফিঞ্চ। আরেক সেঞ্চুরিয়ান স্মিথ খেলেছেন ১০৫ রানের ইংনিস।

সিডনিতে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ছিল অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতেই ১৫৬ রান তোলেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও স্মিথ। ২৭.৫ ওভারে ওয়ার্নারকে ফিরিয়ে ওই জুটি ভাঙেন মোহাম্মদ শামি। ফেরার আগে ৭৬ বলে ৬৯ রান করেন ওয়ার্নার।

ওয়ার্নার ফিরলেও সাবলীলভাবে ব্যাটিং চালিয়ে যান ফিঞ্চ। এর মধ্যে ১১৭ বলে সাত চার ও দুই ছক্কায় সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক। এটি তাঁর ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি। সেঞ্চুরির পর ১১৪ রানে ফিঞ্চকে থামান বুমরাহ। ১২৪ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল নয় বাউন্ডারি ও দুই ছক্কায়।

ফিঞ্চের পর ব্যাট করতে নামা মার্কোস স্টয়নিসকে দ্রুত হারায় অস্ট্রেলিয়া। এরপর ম্যাক্সওয়েলকে নিয়ে ঝড় তোলেন স্মিথ। মাত্র ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন ম্যাক্সওয়েল। এরপর শেষের দিকের ব্যাটসম্যানদের নিয়ে বড় সংগ্রহ দাঁড় করান স্মিথ। এর মধ্যে মাত্র ৬২ বলে স্পর্শ করেন ব্যক্তিগত সেঞ্চুরি। যেটা অস্ট্রেলিয়ার ওয়ানডে ক্রিকেট ইতিহাসের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। শেষ ওভারে ১০৫ রানে আউট হন তিনি। ৬৬ বলে তাঁর ইনিংস সাজানো ছিল ১১ বাউন্ডারি ও চার ছক্কায়।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!