খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

ফারিয়ার নির্যাতনের অভিযোগ নিয়ে যা বললেন সাবেক স্বামী

বিনোদন ডেস্ক

বিচ্ছেদের এক বছর পর সাবেক স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। সেখানে তিনি লিখেছিলেন, স্বামী নির্যাতনের কারণে তাঁর হাতও ভেঙে যায়। ফারিয়ার এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন তাঁর সাবেক স্বামী হারুনুর রশীদ অপুর। তিনি বলেন, যে অভিযোগ ফারিয়া করেছেন, তা পুরোপুরি মিথ্যা।

২০২০ সালের ২৭ নভেম্বর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ফারিয়া ও অপুর বিচ্ছেদ হয়। বনিবনা না হওয়ায় দুজনে মিলে তাঁরা এ সিদ্ধান্ত নেন। তবে গতকাল ফেসবুক পোস্টে ফারিয়া দাবি করেন, নির্যাতনের শিকার হয়েই তিনি সংসার ছেড়েছেন। তাঁর এ অভিযোগ অস্বীকার করেন সাবেক স্বামী অপু। তিনি বলেন, নির্যাতনের অভিযোগের বিষয়টি সত্য নয়। বৃহস্পতিবার রাতে এ নিয়ে অপু ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘পারিবারিক নির্যাতনের বিষয়টি সত্য নয়। এটা নিছক একটি ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার পরিকল্পনা। আমি জানি না, কেন এত দিন পর কেউ এভাবে একটি অতিরঞ্জিত গল্প ছড়াচ্ছে।’

এর আগে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন ফারিয়ার সাবেক স্বামী অপু। সেখানে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রেম, বিয়ে কিংবা একটা সম্পর্কের মাঝে নানা চড়াই-উতরাই থাকে। আবেগ, রাগ, হাসি-কান্না, সুখ-দুঃখ মিলিয়েই এক একটা সম্পর্ক গড়ে ওঠে। আমার বিয়ে টেকেনি, এটা নিয়ে আমার সাবেক স্ত্রী অনেক বয়ান, স্ট্যাটাস, মতবাদ দিলেও এত দিন পর্যন্ত আমি কিছুই বলিনি, হয়তো আর বলবও না। ভেবেছি বোবার শত্রু নাই। কিন্তু যা দেখছি, চুপচাপ থেকে সম্মান দিয়ে গেলে অনেকে সেই সুযোগ নেয়।’

সম্পর্ক ভাঙার ক্ষেত্রে দুজনেরই দোষ থাকে উল্লেখ করে অপু লিখেছেন, ‘অভিযোগ দুই দিকেই থাকে, আমরা কেউই সন্ন্যাসী না। দিনের পর দিন কারও আসমান সমান অভিযোগ থাকলে, আরেক দিকে পাহাড় সমান থাকারই কথা। অভিযোগকে পুঁজি করে নিজেকে সাধু সাজিয়ে ভিকটিম হিসেবে প্রকাশ করা অনেকের অভ্যাস হতে পারে। তবে এই পথে আমি এখনো যেতে পারিনি।’

সম্পর্ক না থাকলেও পারস্পরিক শ্রদ্ধার জায়গাটি বজায় রাখতে চান অপু। তাঁর ভাষ্য, ‘পাশে থেকেও শ্রদ্ধা রাখা যায়, দূরে থেকেও। নিজেকে ভিকটিমের মতো উপস্থাপন করে বিভ্রান্তিমূলক মতবাদ আসলেই দুঃখজনক। যখন একটা মানুষকে জনসাধারণ অনুসরণ করে, তার দিক থেকে একটাই কথা মাথায় রাখা উচিত, ক্ষমতার সঙ্গে দায়িত্ব চলে আসে। কেউ যদি সহজেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছতে পারে, তারও উচিত সাবলীল, সৃষ্টিশীল ও গঠনমূলক কথায় নিজের ইমেজকে বিকশিত করা।’

ফারিয়ার দিকে ইঙ্গিত করে অপু জানান, হয়তো তিনি অশান্তিতে আছেন বলেই এখনকার মন্তব্যগুলো করছেন। তবে অপু শান্তিতে আছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক শান্তিতে আছি, আল্লাহ এখন পরিবার নিয়ে সুস্থ ও ভালো রেখেছেন। এখন শান্তির ঘুমও হয় রাতে। আল্লাহ সবাইকে নানা রকম বিপদ, কষ্ট, প্যারা, কেইস, অশান্তি ও অসংলগ্ন কথা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন।’

২০১৫ সালে ফেসবুকে ফারিয়া ও অপুর বন্ধুত্ব। একপর্যায়ে দুজনকে দুই পরিবারের সবার পছন্দ হয়। ২০১৮ সালে অপুর সঙ্গে ফারিয়ার আংটিবদল হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে হয় বিয়ে। বিয়ের ঠিক ১ বছর ৯ মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাঁদের। তখন ফারিয়া বিচ্ছেদের স্পষ্ট কোনো কারণ জানাননি। বরং সাবেক স্বামীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো তিক্ততা নেই বলে জানিয়েছিলেন। কিন্তু বিচ্ছেদের এক বছর পর শবনম ফারিয়া ফেসবুকে যে পোস্টটি করেছেন, তা রীতিমতো হতবাক করেছে ভক্তদের।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!