খুলনা, বাংলাদেশ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের করোনা পজিটিভ
  খুলনায় যুবদল নেতাকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা

ফাইনাল খেলতে নামার আগে সুসংবাদ পেলো ফ্রান্স

ক্রীড়া প্রতিবেদক

খানিক পরই ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। এর আগে দারুণ সুখবর পেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সুস্থ হয়ে উঠেছেন কিংসলে কোম্যান, রাফায়েল ভারানে ও ইব্রাহিমা কোনাতে। ফাইনালি লড়াইয়ে মাঠে নামবেন তারা।

ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে ফ্লু-জাতীয় ভাইরাস ছড়িয়ে পড়েছিল ফ্রান্স শিবিরে। এতে আক্রান্ত হয়েছিলেন কোম্যান, ভারানে, কোনাতেসহ কয়েকজন ফ্রেঞ্চ ফুটবলার।

এতে অতি সতর্ক হয়েছিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। সুস্থ্য ফুটবলারদের থেকে আক্রান্তদের আলাদা করে রেখেছিলেন তিনি। এর ফলও হাতেনাতে পাওয়া গেল।

সিবিএস স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়, ইনজুরি থেকে সেরে উঠেছেন অউরিলিয়ান চৌমেনী ও থিও হার্নান্দেজ।মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারেননি ফ্রান্সের দুই ফুটবলার দায়োত উপামেকানো ও আদ্রিয়েঁ রাবিও।

কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তারা। কাতারে ফাইনালি লড়াইয়ে তাদের পাওয়া ব্যাপারে আশাবাদী দেশম।এতে সুপার সানডেতে শক্তিশালী দল নিয়ে ময়দানি লড়াইয়ে নামবে ফ্রান্স।তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নে বাড়তি জ্বালানি জোগাবে।

যেমন হতে পারে ফ্রান্স একাদশ: হুগো লরিস,কৌন্দে, উপামেকানো, ভারানে, হার্নান্দেজ,চৌমেনি, রাবিও, উসমানে ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে ও অলিভিয়ের জিরুদ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!