আগামী ১৮ ডিসেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি টুর্নামেন্টটির। টুর্নামেন্টের চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের জন্য এখন পর্যন্ত কোনো প্রাইজমানির কথা শোনা যায়নি। তবে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৮ লাখ টাকার পুরস্কার পাবেন ফাইনাল খেলা দুদলের ক্রিকেটারেরা। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৮ ডিসেম্বর ফাইনালে জেমকন খুলনার মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম। ওইদিন মোট সাতটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে ক্রিকেটারদের। তবে সবগুলোই ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য।
সবচেয়ে বেশি তিন লাখ টাকা পাবেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এ ছাড়া সেরা ব্যাটসম্যান ও সেরা বোলার পাবেন দুই লাখ টাকা করে। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন এক লাখ টাকা।
এ ছাড়া ফাইনালে ওঠা দুই দল—গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনার সব খেলোয়াড়ের জন্য থাকছে পুরস্কার। চ্যাম্পিয়ান দলের প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হবে দেড় লাখ টাকা করে। সুতরাং ১৬ জন মিলে পাবেন মোট ২৪ লাখ টাকা। রানার্সআপ দলের প্রত্যেকে পাবেন ৭৫ হাজার করে মোট ১২ লাখ টাকা।
এর বাইরেও পুরো টুর্নামেন্টে সব ম্যাচ মিলিয়ে বিশেষ পারফরম্যান্সের জন্যও পুরস্কার দেওয়া হবে। এই ক্যাটাগরিতে চারজন খেলোয়াড় পাবেন এক লাখ করে মোট চার লাখ টাকা। সবমিলিয়ে মোট সাত ক্যাটাগরি ৪৮ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে বিকেল সাড়ে ৪টায়।