খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফরা কর্মবিরতিতে, সারা দেশে বন্ধ হল ট্রেন চলাচল

ফাইনালে যাওয়ার লড়াইয়ে যে একাদশ নামাল আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। সেই ম্যাচে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে আকাশি-সাদারা। আনহেল ডি মারিয়াকে আজও একাদশে রাখেননি কোচ লিওনেল স্ক্যালোনি।

ক্রোয়াটদের বিপক্ষে আজ লিওনেল স্ক্যালোনি দলের ছকই বদলে ফেলেছেন। লিওনেল মেসিরা নামবেন চার মিডফিল্ডার নিয়ে। ডাচদের বিপক্ষেও ভিন্ন ছকে খেলেছিল লিওনেল স্ক্যালোনির দল। সেদিন ডাচদের ঠেকাতে ৩-৫-২ ছকে খেলেছিল দলটি।

আজ প্রতিপক্ষ ক্রোয়েশিয়া দলে আছেন লুকা মদ্রিচের মতো মিডফিল্ডার। সঙ্গে মার্সেলো ব্রজভিচ আর মাতেও কোভাচিচদের মতো মিডফিল্ডাররাও আছেন। তাদের টেক্কা দিয়ে মাঝমাঠের দখলটা নিতেই স্ক্যালোনি আজ মাঠে নামাচ্ছেন চার মিডফিল্ডার। আগের ম্যাচে একাদশে থাকা তিন মিডফিল্ডারের সঙ্গে এই ম্যাচে যোগ হয়েছেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

বাড়তি মিডফিল্ডার খেলানোয় আক্রমণে কেবল দুই ফরোয়ার্ডকে পাচ্ছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে যেখানে থাকবেন ইউলিয়ান অ্যালভারেজ।

একাদশে আরও একটা পরিবর্তন আছে আর্জেন্টিনার। বিশ্বকাপে দুই ম্যাচে হলুদ কার্ড দেখে ফেলায় মেসিরা আজ পাবেন না গনজালো মন্তিয়েল আর মার্কোস আকুনইয়াকে। যার শেষজন আগের ম্যাচে ছিলেন শুরুর একাদশে, তাকে আজ দলে রাখতে পারেননি কোচ স্ক্যালোনি। তার জায়গায় দলে এসেছেন নিকলাস টালিয়াফিকো।

এদিকে আনহেল ডি মারিয়া আজও জায়গা পাননি আর্জেন্টিনা একাদশে। আগের দুই ম্যাচেও অবশ্য তাকে ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছিল আকাশি-সাদারা। গ্রুপ পর্বে চোট পেয়েছিলেন তিনি। সেখান থেকে ৯০ মিনিট খেলার মতো ফিটনেস এখনো তিনি অর্জন করতে পারেননি বলে ধারণা স্থানীয় সংবাদ মাধ্যমের। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে, কিংবা প্রয়োজনবোধে তারও পরে তাকে দেখা যেতে পারে মাঠে।

আর্জেন্টিনা স্কোয়াড
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, নিকলাস টালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

ক্রোয়েশিয়া স্কোয়াড
লিভাকোভিচ (গোলরক্ষক), জুরানকভিচ, লভরেন, জিভারডিওল, সোসা, লুকা মদরিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, পেসেলিচ, ক্রামারিচ ও পেরিসিচ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!