খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

ফাইনালে মহারণে টসে জিতে বোলিংয়ে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের দশম আসরের ফাইনাল আজ। শিরোপার লড়াইয়ে ফাইনালের মঞ্চে আজ মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল। শেষ হাসিটা হাসবে কে? সব প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই। সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে মেগা ফাইনাল। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা। এখনো পর্যন্ত ৪টি শিরোপ জিতেছে তারা। ২০১৫, ২০১৮, ২০২২ ও ২০২৩ বিপিএলের পরে এবারও ফাইনালে উঠেছে দলটি। এবার জিতলে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বাদ পাবে লিটন দাসের দল।

অন্যদিকে এখনো পর্যন্ত বিপিএলের শিরোপা জিততে পারেনি বরিশাল। এর আগে তিনবার ফাইনালে উঠেছিল দলটি। যেখানে ২০১৫ ও ২০২২ সালে এই কুমিল্লার বিপক্ষেই শিরোপা হারিয়েছিল দলটি। তবে এবার কুমিল্লাকে হারিয়ে প্রথম শিরোপা ঘরে তুলতে চায় তামিমের দল।

এই ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে তামিম ইকবালের দল। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার ম্যাচ পর ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন মুশফিক হাসান।

ফরচুন বরিশাল: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!