পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ জিতলেও টি-টোয়েন্টি শিরোপা অধরাই ছিল অস্ট্রেলিয়ার। এবার অ্যারন ফিঞ্চের হাত ধরে সেই শিরোপার স্বাদ নিল অসিরা।
কাঁদল ব্ল্যাক ক্যাপসের দল। অবশ্য ফাইনাল ম্যাচ জয়ের নায়ক বলতে দুজন – ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।
ওয়ার্নারের সঙ্গে মাত্র ৫৮ বলে ৯২ রানের জুটি গড়েন মার্শ। ওয়ার্নারের বিদায়ের পর ম্যাক্সওয়েলকে সঙ্গী করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মার্শ। ৬ বাউন্ডারি ও ৪ ছক্বায় ৪৮ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন মার্শ। স্বাভাবিকভাবে ভাবেই ফাইনালের ম্যাচ সেরার পুরস্কার উঠেছে মার্শের হাতে।
বিশ্বকাপ জয়ের ম্যাচে ম্যাচসেরা হয়ে আনন্দে ভাষা হারিয়ে ফেলেছেন বলে জানান মার্শ। জানান, তিনি এখনও নিজেকে বিশ্বাস করতে পারছেন না।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ অসি তারকা বলেন, ‘অনুভূতি প্রকাশের সত্যিই কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। কি একটি আশ্চর্যজনক ছয় সপ্তাহ এই দলের সঙ্গে গেল। আমি তাদের আমৃত্যু ভালবাসব। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। ওয়েস্ট ইন্ডিজে কোচিং স্টাফ আমার কাছে এসে বললেন, তুমি এই টুর্নামেন্টে তিন নম্বরে ব্যাট করতে যাচ্ছ। আর আমি তাতে লাফিয়ে উঠলাম। আমাকে সমর্থন করার জন্য এবং আমাকে সেখানে শীর্ষে ব্যাট করতে দেওয়ায় সতীর্থদের ধন্যবাদ জানাই। এ জয় অবিশ্বাস্য।’