খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
  মহাখালীতে সড়ক-রেললাইন অবরোধ শিক্ষার্থীদের, সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

ফরিদপুরে এজলাসে অসুস্থ হয়ে আসামির মৃত্যু

গেজেট ডেস্ক

ফরিদপুরে ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে এজলাসে শাহজাহান মৃধা (৭০) নামে এক আসামির মৃত্যু ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

শাহজাহান মৃধা চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর গ্রামের বাসিন্দা। তিনি একটি প্রতারণা মামলার আসামি ছিলেন।

শাহজাহান মৃধার আইনজীবী আবু জাফর বলেন, গত বছর একই গ্রামের বাসিন্দা দুলাল মিয়া বাদী হয়ে প্রতারণার অভিযোগে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন। চার আসামির একজন ছিলেন শাহজাহান। আজ মামলার শুনানির তারিখ ছিল। আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। আদালত পরিচালনা করছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন। হঠাৎ শাহজাহান অসুস্থ হয়ে ঢলে পড়েন। এরপর তাকে দ্রুত ফরিদপুর জনোরেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) গণেশ কুমার আগরওয়ালা জানান, শাজাহান মৃধাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মৃত ব্যক্তির পরিস্থিতি দেখে আমাদের মনে হয়েছে এটি একটি হৃদযন্ত্রজনিত মৃত্যু। পরে তার পরিবারের লোকজন মৃতদেহটি নিয়ে যায়।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!