চট্টগ্রামে সংঘটিত গণহত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও অস্ত্রধারী ফিরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে তাদের ট্রাইব্যুনালে হাজরি করা হয়। গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদনও আজ জমা দেয়ার কথা রয়েছে।
এর আগে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে গত ১৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
খুলনা গেজেট/এএজে