বাগেরহাটের ফকিরহাট ও মোল্লাহাটে দৃষ্টিনন্দিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ভিডিও কনফারেন্সে সারাদেশের ৫০ টি মডেল মসজিদের সাথে জেলার দুটি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফকিরহাটের মসজিদ মিলনায়তনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহাবুদ্দিন আজম, ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে মোল্লাহাটে মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দোকার রবিউল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্যসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফকিরহাট মডেল মসজিদের জন্য ১২ কোটি ৫৮ লক্ষ ৭৪ হাজার টাকা এবং মোল্লাহাট মডেল মসজিদের জন্য ১২ কোটি ৭৫ লক্ষ ৩৪ হাজার ব্যয় হয়েছে বলে জানিয়েছেন গনপূর্ত বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাফর সিদ্দিক।
খুলনা গেজেট/ এসজেড