খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফকিরহাটে ৮ দলীয় ক্রিকেটে মৌভোগের ৩নং ওয়ার্ড চ্যাম্পিয়ন

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে মৌভোগ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় সবুজ সংঘ আয়োজিত দ্বিতীয় তম ৮ দলীয় আন্ত:ওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ইউনিয়নের ৩নং ওয়ার্ড বনাম ৫নং ওয়ার্ড মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে ৩নং ওয়ার্ড ৮ উইকেটে ১৮৯রান করে। এর জবাবে ৫নং ওয়ার্ড সব উইকেট হারিয়ে মাত্র ৯৩ রান করে। এর সুবাদে ৩নং ওয়ার্ড বিপুল রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ফরহাদ শেখ ও জিহাদ শেখ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজি মো: মহসিন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোজাহিদুর রহমান মুজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: জাহাঙ্গির হোসেন, কাষ্টম ইন্সপেক্টর অরবিন্দ মালী, এএসআই মো:মিজানুর রহমান মো: ফিরোজ আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলী আজগর শেখ, মো: হান্নান শাহ, নাজমা বেগম, যুবলীগ নেতা আ:মান্না শেখ, শ্রমিকলীগ নেতা মোহম্মদ আলী, সুবজ সংঘের সভাপতি মো: ফারুক হোসেন, সাধারন সম্পাদক আবু বক্কার, সদস্য শরিফ শেখ, জহিরুল ইসলাম নজু, জীমি, রানা প্রমূখ।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!