খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
  কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
  আরও এক মামলায় খালাস পেলেন ফখরুল-রিজভী-আমির খসরু
  ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণু হত্যা : একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

ফকিরহাটে ৭দিন ব্যাপি গ্রামীণ মেলার উদ্বোধন

ফকিরহাট প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপনে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৭দিন ব্যাপি গ্রামীণ মেলার আয়োজন করেছে ফকিরহাট উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এরপূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় বক্তৃতা করেন ফকিরহাটের সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, জেলা পরিষদের সদস্য শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত, আট্টাকা স্পোটিং ক্লাবের মো. ইবারাত আলী বিশ্বাস, মো. আ. গফুর, লিপন বিশ্বাসসহ বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও আগত স্টলের পরিচালকগন উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!