ফকিরহাটে রাস্তার দুরাবস্থায় জনদুর্ভোগ আসন্ন হয়ে উঠছে। ভাঙ্গনের কবলে পড়া রাস্তার ওই স্থানটি পার্শ্ববর্তী পুকুরে মিশে যাবার উপক্রম হয়ে দেখা দিয়েছে। যান চলাচলের পাশাপাশি জন চলাচলও যেকোনো মুহুর্তে বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী।
উপজেলার ফকিরহাট বাজার ও বাগেরহাট জেলার সিএন্ডবি বাজার মধ্যকার সংযোগ সড়ক হিসেবে পরিচিত রাস্তাটি দিয়ে কয়েক গ্রামের মানুষের রাতদিনের চলাচল। হাট-বাজার কেন্দ্রিক পন্য পরিবহন, এলাকার গণমানুষের নিত্য চলাচলের বাইরে রাস্তাটি ‘বিশেষ প্রয়োজনীয়’ হয়ে দেখা দিয়েছে দুরত্ব কমাতে।মহাসড়ক ধরে বিশ কিলোমিটার না ঘুরে ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের যানবাহনের চলাচল কাকডাকা ভোর থেকে গভীর রাত অব্দি এ রাস্তা দিয়েই।
ফকিরহাট সদরের আট্টাকী গ্রামের ঝুটোতলা নামক স্থান থেকে বাইপাসটি সাতশৈয়া গ্রামের মধ্য দিয়ে জাড়িয়া ও বালিয়াডাংগা হয়ে মিশেছে বাগেরহাট সদরের সিএন্ডবি বাজারে। সিএন্ডবি বাজারে ওঠা বিভিন্ন কাঁচামাল বা তরি-তরকারি অত্র এলাকার হাটবাজারের চাহিদা মিটিয়ে চালান হয় খোদ রাজধানীতে। সংগত কারণে প্রয়োজনীয়তার বিবেচনায় রাস্তাটির গুরুত্ব বেশ উঁচুতে বলেই মনে করেন দুই বাজারের ব্যবসায়ীসহ এলাকার সর্ব সাধারণ।
সাতশৈয়া গ্রামের পূর্বপাড়া এলাকায় ক্ষতিগ্রস্থ স্থানটিতে ভাঙ্গনের সূত্রপাত হয় বর্ষাকালের শুরুতেই। রাস্তা ভাঙ্গনের বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরীনা আক্তার কিসলুকে অবহিত করা হয়েছে।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান জানিয়েছেন, দ্রুতই স্থানটি পরিদর্শন করা হবে।
খুলনা গেজেট/এনএম