ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের দোহাজারী এলাকায় বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় একজনের বাড়ি থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বিষয়টি বাড়ির মালিকের ভাগ্নে নাহিদের কাছে জানতে চাইলে তিনি জানান, আমার মামার পুরাতন বাড়ি এবং নতুন বাড়ির আশপাশ দিয়ে ৩টি তক্ষক প্রায় ৪০ বছর ধরে রয়েছে। ওদের ডাক কম বেশী সবারই পরিচিত। সবচেয়ে বড় যে তক্ষকটা সে বাড়ির মধ্যে জানালার পাশেই থাকতো। আকস্মিক তক্ষকের ডাক শুনতে না পাওয়ায় বাড়ির কেয়ারটেকার মুজিবুর রহমানকে বিষয়টি নিয়ে চাপ দিলে তিনি ৩০ জুন বুধবার সকালে একটি তক্ষক হাজির করেন। এ বিষয়ে ফকিরহাট মডেল থানায় অবগত করলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ এবং স্থানীয়রা বিষয়টি জেনে যাওয়ায় ঘটনার সাথে জড়িত কেয়ারটেকার মুজিবুর রহমান উপস্থিতি টের পেয়ে তক্ষক ফেলে পালিয়ে যায়। এ সময় তক্ষকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নলধা এলাকার এক ইউপি সদস্যের নেতৃত্বে ৪/৫ জনের একটি চক্র এ তক্ষক পাচারের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে।
খুলনা গেজেট/ টি আই