ফকিরহাটে মাছ চাষে ব্যাবহৃত একটি পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বিষ প্রয়োগের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী ।
সরেজমিনে জানা গেছে, ফকিরহাটের বাহিরদিয়া মানসা ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের মোঃ আজাহার শেখের পুত্র মোঃ মিজান (২৫) শেখ তার প্রতিবেশী মৃত সিদ্দিক শেখ এর পুত্র মফিজ শেখ এর নিকট হইতে দুই বছরের চুক্তিপত্রে একটি পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। চুক্তিপত্র অনুযায়ী যার মেয়াদ আগামী ১১ আষাঢ় ১৪২৮ শেষ হবার কথা রয়েছে। পেশায় মাছচাষী মিজান ঘেরে মাছ ছাড়ার আগে ছোট মাছ বা চারা মাছ ওই পুকুরে নার্সিং করে থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুকুর লীজ গ্রহনকারী মিজান জানিয়েছেন, কয়েকদিন আগে আমি পুকুরে রুই কাতলা মৃগেলসহ দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা ছেড়েছি। বর্ষার ফোট পড়লে যা আমি এখান থেকে তুলে ঘেরে ছাড়তে চেয়েছি। অথচ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যেতেই দেখি বহু মাছ মরে ভেসে উঠেছে। আমার ধারণা, বুধবার রাতে শত্রুতাবশতঃ আমার লীজের পুকুরে বিষ দেয়া হয়েছে। পুকুরের ভেতরে একটি বিষের বোতল পাওয়া গেছে। বিষয়টি থানায় ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। এ ঘটনায় আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
খুলনা গেজেট/ এস আই