বাংলাদেশ ওয়াকার্স পার্টি বাগেরহাট জেলা শাখার উদ্যোগে ফকিরহাটে শনিবার বিকেল ৫টায় কাটাখালী বাসষ্ট্যান্ড মোড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও গরীব মানুষের জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ ওয়াকার্স পার্টি বাগেরহাট জেলা শাখার সভাপতি কমরেড এ্যাড. মহিউদ্দিন শেখের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু।
বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক কমরেড রবীন্দ্রনাথ দেবনাথের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্ষেতমুজুর ইউনিয়নের জেলা শাখার সভাপতি কমরেড আবুল কালাম খান, জেলা কৃষক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহম্মদ মোড়ল, ছাত্র মৈত্রীর জেলা শাখার সভাপতি
নীল কমল বালা প্রমূখ।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা চাল, ডাল,তেল এল.পি গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদ জানায় এবং গ্রাম ও শহরের গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবী জানান। এসময় বাংলাদেশ ওয়াকার্স পার্টির জেলা ও উপজেলার বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেএ