বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাটের পাগলা-শ্যামনগর এলাকায় ট্রাকের ধাক্কায় নছিমন চালক ফজর আলী শেখ নিহত হয়েছে ও দুইজন গরু ব্যাপারি আহত হয়েছে। সাথে গাড়িতে থাকা ৫টি গরু মারা গেছে।
নিহত চালক বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাসিয়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে। আহতরা হলেন একই এলাকার আব্দুল হক সরদার (৬০) ও তার ছেলে শাহাদৎ (৩০)। তারা দুজনেই গরু ব্যবসায়ী।
দুর্ঘটনায় আহত গরু ব্যাপারি আব্দুল হক সরদার ও তার ছেলে শাহাদাৎ সরদারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চিকিৎসক জানিয়েছে।
বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল হাসান জানান, চিতলমারী থেকে নছিমনে গরু নিয়ে ফকিরহাট উপজেলার বেতাগা বাজারে বিক্রি করতে যাচ্ছিল। ঘটনাস্থলে দাড়িয়ে থাকা নছিমনকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নছিমন চালক ফজর আলী নিহত হয়। গরু ব্যবসায়ী বাবা ছেলে আহত হয়। এই ঘটনায় নছিমনে থাকা ৫ টি গরু মারা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। তবে ট্রাকটি আটক করতে পারেনি।
খুলনা গেজেট/ এস আই