খুলনা, বাংলাদেশ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪৪৪ জন

ফকিরহাটে কৃষকের ৭০০ টমেটো গাছ কাটল দুর্বৃত্তরা

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কামটা উত্তরপাড়া এলাকায় দুই কৃষকের ৭০০ ফলন্ত টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাতের দিকে উপজেলার কামটা উত্তরপাড়া মাঠে কৃষক মো. উজির শেখের ক্ষেতের এ গাছ কাটে দুর্বৃত্তরা।

ফলধরা বিপুল পরিমান এই গাছ কেটে ফেলায় কমপক্ষে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কৃষক মো. উজির শেখ ।

ক্ষতিগ্রস্থ কৃষক মো. উজির শেখ বলেন, ২৮ কাঠা জমি লিজ নিয়ে অনেকে কষ্ট করে ১ হাজার গাছ লাগিয়েছি। জমি প্রস্তুত, ঘুরি দেওয়া, রোপণ ও সার প্রদানে এক লাখ টাকার উপরে ব্যয় হয়েছে। এসব গাছ থেকে থেকে প্রায় ২লক্ষাধীক টাকার টমেটো বিক্রি করতে পারতাম। আমি একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ আমাকে একদম শেষ করে দিয়ে গেল।

কে বা কারা কেন কেটেছে এমন প্রশ্নের জবাবে উজির শেখ বলেন, এই টমেটোই আমার সব। সোমবার সকালে এসে দেখি সব গাছ কাটা। কে কাটছে জানি না। আমাকে আর্থিকভাবে শেষ করে দেওয়ার জন্যই এই কাজ করেছে তারা।

নলধা মৌভোগ ব্লকের উপসহকারী কৃষি অফিসার বিপ্লব দাশ বলেন- বিষয়টি খুবই দুঃখজনক একজন কৃষক হাড়ভাঙ্গা পরিশ্রম করার ফলে জমিতে ফসল ফলে। সেই ফসল নষ্ট হয়ে গেলে কতটা কষ্ট লাগে আমি খুব কাছে থাকি তাই জানি।

ফকিরহাট মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, একজন কৃষকের টমেটো গাছ কাটার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ দিয়েছে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করব।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!