ফকিরহাটে একদিনে করোনা উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টার দিকে আনোয়ারা বেগম (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এদিন দুপুরে ৩টার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন টপি আক্তার (৪৫) নামের আরেক নারী।
ফকিরহাটে বর্তমানে প্রায় প্রতিদিন করোনা উপসর্গ নিয়ে মুত্যুর খবর শোনা যায়। বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। এদিন ২৮ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে করেনা শনাক্ত হয়েছে ৮ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ শতাংশ।
স্বাস্থ্যবিধি না মানায় উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।
এদিকে ফকিরহাটে করোনা সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সর্বত্রই ৭ দিনের লকডাউন শুরু হয়েছে। লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ প্রশাসন কাজ করছে।
খুলনা গেজেট/ এস আই