খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আয়ে ঘাটতি ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা, আদায় ৩ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি টাকা

ফকিরহাটে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ফকিরহাট প্রতিনিধি

’মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২ টায় থানার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি সার্কেল) মোঃ ছয়রুদ্দীন আহমেদ। মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খাইরুল আনাম, উপজেলা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সৈয়দ আলতাপ হোসেন টিপু, মুলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার, এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত বাবুল আকতার,এস আই ইমদাদ,মোঃ রফিকুল ইসলাম,এ এস আই মোঃ মিজানুর রহমান, ফকিরহাট প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শেখ সৈয়দ আলী সহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন বাল্য বিবাহ বন্ধ করতে হবে। ছেলে মেয়েদের হাতে টাচ ফোন দেওয়া থেকে বিরত থাকতে হবে বলে গার্ডিয়ানদের পরামর্শ দেন আরও বলেন মোবাইলের অপব্যবহারে সমাজে নানা অপকর্মের সৃষ্টি হচ্ছে। পুলিশের কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনত সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরও শক্তিশালী করা সহ নানা বিষয়ের প্রতি আলোচনা করা হয়।

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!