খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন বিশ্ব গড়ার সক্ষমতা বাংলাদেশের আছে : চবি’র সমাবর্তনে প্রধান উপদেষ্টা
  চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড, চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে : প্রধান উপদেষ্টা
  ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনার রাজধানী থেকে গ্রেপ্তার ৩

ফকিরহাটে ইজিবাইক চুরি করার সময় চক্রের একজন আটক

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট ডাকবাংলা মোড় থেকে ইজিবাইক চুরি করে পালিয়ে যাওয়ার সময় রাসেল খান (২৮) নামে চোর চক্রের এক সদস্যকে জনতা হাতে-নাতে আটক করে। পরে তাকে মডেল থানা পুলিশের নিকট সোর্পদ করা হয় ।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে , শুক্রবার দুপুর ১২টার দিকে ডাকবাংলা মোড়ে জনৈক এলাকায় লিয়াকত শেখ তার ব্যবহৃত ইজিবাইকটি রাখেন। কিছু সময় পর তার ইজিবাইকটি চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে সে আটক হয়। এ ঘটনায় চালক বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.আলীমুজ্জামান বিষয়টি নিশ্চত করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থান থেকে একাধিক ইজিবাইক ও মটরসাইকেল, দোকান ও বাড়িতে চুরির ঘটনা ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!