খুলনা, বাংলাদেশ | ২৩ মাঘ, ১৪৩১ | ৬ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতিতে কারণেই ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে, দাবি পররাষ্ট্র উপদেষ্টার
  প্রাথমিকে ৬৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ হাইকোর্টে বাতিল

ফকিরহাটে আগুনে পুড়ে বসতঘর ছাই

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট উপজেলার মূলঘরের গোয়ালখালী এলাকায় দু’টি বসতঘরে অঘ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান।

এতে দুটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। এরমধ্যে একটি বসতঘরসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অন্য ঘরের সকল মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। এসময় ঘরের পাশে থাকা বৈদ্যুতিক খুটি ও গাছপালা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার (৩ জুলাই) রাতে উপজেলার গোয়ালখালী এলাকায় দিনমুজুর রনজিৎ মন্ডলের বসতঘরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে পাশে মনিমোহন মন্ডলের বসতঘরেও আগুন লাগে। এলাকাবাসী আগুন দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় পাশের নদী ও পুকুর থেকে পানি এনে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রনজিৎ মন্ডলের বসতঘর সহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় ঘরের কোন মালামাল ও আসবাবপত্র বের করতে পারেনি তারা। ফলে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

এছাড়া মনিমোহন মন্ডলের ঘরের জিনিসপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। ঘরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি পরিবারের প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানান।

স্থানীয় নারী ইউপি সদস্য (সংরক্ষিত) আল্লাদী মন্ডল জানান, ওই এলাকাটি দুর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের দল পৌছাতে পারিনি। বর্তমানে রনজিৎ মন্ডলের পরিবার সব হারিয়ে অন্য বাড়িতে আশ্রয় নিয়েছে। তাদের পরনের কাপড় ছাড়া সবকিছু পুড়ে গেছে। এ ঘটনায় রনজিৎ মন্ডলের সন্তানদের বইপত্র ও পরীক্ষার সনদ পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ওই পরিবারেরর খোজখবর নেন। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ড ঘটতে পরে বলে তিনি জানান। তিনি অসহায় পরিবার দু’টিকে সহায়তার আশ্বাস দেন।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!