খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

‘প্লেয়ার অব দ্য মান্থ’ মনোনীত সাকিব

ক্রীড়া ডেস্ক

চলতি বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করার প্রক্রিয়া চালু করেছিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ ভাগ ও সমর্থকদের ১০ ভাগ ভোটের উপর বিবেচনা করে মাসের সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়।

জুন মাস বাদে জুলাইয়ের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে মনোনীত হয়েছেন বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের সাথে মনোনয়নের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।

গত মাসে জিম্বাবুয়ে সফরে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে টাইগাররা। সফরে টেস্টে ব্যাট হাতে ৩ রান, ওয়ানডেতে ১৪৫ রান ও টি-টোয়েন্টিতে ৩৭ রান করেন সাকিব।

ওয়ানডেতে দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৯৬ রান করে দলের সিরিজ জয় নিশ্চিত করেন তিনি। বল হাতে টেস্টে ৫, ওয়ানডেতে ৮ ও টি-টোয়েন্টিতে ৩ উইকেট নেন সাকিব। এর সুবাদে জুলাইয়ের সেরা খেলোয়াড় হওয়ার দৌঁড়ে বিবেচিত হন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মনোনয়ন পেলেন সাকিব। এর আগে মে মনোনয়ন পাওয়ার পর সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

জুলাই মাসে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সাকিবের সাথে মনোনয়ন পাওয়া অস্ট্রেলিয়ার মার্শ ওয়েস্ট ইন্ডিজের সফরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিতে তিনটি হাফ সেঞ্চুরিতে (৪৩ দশমিক ৮০ গড়ে) ২১৯ রান করেছিলেন। বল হাতে ৮টি উইকেটও নিয়েছিলেন তিনি।

গেল মাসে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টির সিরিজে খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের লেগ-স্পিনার ওয়ালশ জুনিয়র। কোনো ম্যাচেই উইকেটশূন্য ছিলেন না তিনি। ওয়ানডেতে ৭ ও টি-টোয়েন্টিতে ১২ উইকেট নিয়ে দুই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ওয়ালশ জুনিয়র। টি-টোয়েন্টি ক্রিকেটের এক ম্যাচে প্রথমবারের মতো পাঁচ উইকেটও নিয়েছিলেন তিনি। সূত্র : বাসস

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!