সদ্য প্রয়াত খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক কাজী রিয়াজুল ইসলাম কাজলের পরিবারের পাশে দাড়িয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েন কোয়াব খুলনা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার কোয়াব খুলনার নেতৃবৃন্দ কাজলের মা রোকেয়া বেগম, কাজলের স্ত্রী আফরিনা আক্তার ও একমাত্র সন্তান. ফাহমিদা ইসলামের হাতে আর্থিক অনুদানের টাকা তুলে দেন। খুলনার ক্রিকেটাররা নিজস্ব উদ্যোগে টাকা সংগ্রহ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোয়াব খুলনার সভাপতি জিয়াউর রহমান জনি, সহ-সভাপতি সগির হোসেন পাভেল, রবিউল ইসলাম রবি, নাহিদুল ইসলাম ও আফিফ হোসেন ধ্রুব, সাধারণ সম্পাদক নুরুল হাসান সোহান, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, শাহেদ আদনান ও আল ইমরান, কোষাধ্যক্ষ অমিত মজুমদার, অফিস সম্পাদক আসলাম খান, সহ-অফিস সম্পাদক আরাফাত হোসেন, প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সেতু, সহ-প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন ও বিশ্বনাথ হালদার, সাংগাঠনিক সম্পাদক রেজওয়ান কবির রুমি, সহ সম্পাদক রিয়াজুল করিম রিয়াজ ও রিজভী, ক্রীড়া সম্পাদক কামরান সানি, সহ-ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান মিরাজ ও মাসুম খান টুটুল, সমাজ কল্যাণ সম্পাদক রাজিবুল ইসলাম, সহ সম্পাদক মোসাদ্দেক ইফতেখার রাহী ও রায়হান উদ্দিন রোহান, সদস্য মারুফ জব্বার মুকুট, সৈয়দ শামীম হোসেন, আসলাম আলী, রাকিব আহমেদ রাজু, মাহমুদুজ্জামান, সাজ্জাদ হোসেন মুন ও প্রান্তিক নওরোজ নাবিল।
উল্লেখ্য, গত ২৮ মে মাত্র ৩২ বছর বয়সে খুলনা জেলা ক্রিকেট দলের অধিনায়ক রিয়াজুল ইসলাম কাজল হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। কাজলের মৃত্যুর পর অসহায় হয়ে পড়ে তার পরিবার। তিনিই ছিলেন মা, স্ত্রী, সন্তান ও বোনকে নিয়ে পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি।
খুলনা গেজেট/এএমআর