খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

প্রোটিয়াসদের কাছে আফগানিস্তানের হার

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের প্রথম পর্ব জয় দিয়ে শেষ করলো দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের বিপক্ষে রান তাড়ায় মাঝের দিকে ছন্দ হারায় তারা। তবে রাসি ফন ডার ডুসেন ঠাণ্ডা মাথায় দলকে জয়ের বন্দরে নেন। ৫ উইকেটে জিতেছে প্রোটিয়ারা।

আফগানিস্তানের ২৪৪ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৭.৩ ওভারে ৫ উইকেটে ২৪৭ রান করে।

২৪৫ রানের লক্ষ্যে নেমে ওপেনিংয়ে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৭ রান তোলে তারা। ১১তম ওভারে টেম্বা বাভুমাকে (২৩) মুজিব উর রহমান ফেরান। ভাঙে ৬৪ রানের উদ্বোধনী জুটি।

কুইন্টন ডি কককে (৪১) হাফ সেঞ্চুরি করতে দেননি মোহাম্মদ নবী। দ্রুত ২ উইকেট হারানোর পর ডুসেন ও এইডেন মারক্রাম এগিয়ে নেন দলকে। দুজনের ৫০ রানের জুটি ভেঙে দেন রশিদ খান। মারক্রাম ২৫ রানে থামেন। একই স্পেলে রশিদ ১০ রানে আইনরিখ ক্লাসেনকে থামান।

স্পিনাররা আর সেভাবে চাপ তৈরি করতে পারেননি। ডেভিড মিলার (২৪) নবীর বলে ফিরতি ক্যাচ তুলে দেন। ডুসেনের সঙ্গে ফেলুকোয়ায়ো উপভোগ্য ব্যাটিং করেন। ৪৮তম ওভারে টানা তিন বলে ৬, ৪, ৬ মেরে ১৫ বল আগেই জয় নিশ্চিত করেন ফেলুকোয়ায়ো। দুজনে মিলে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

৯৫ বলে ৬ চার ও ১ ছয়ে অপরাজিত ৭৬ রান করে ম্যাচসেরা হয়েছেন ডুসেন। ৩৭ বলে ১ চার ও ৩ ছয়ে ৩৯ রানে অপরাজিত ছিলেন ফেলুকোয়ায়ো।

এই হারে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের বিদায় নিশ্চিত হলো। সেমিফাইনালের লড়াইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে কেবল টিকে রইলো পাকিস্তান।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!