খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

প্রোটিয়াদের হারাতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে আজ শুক্রবার (১৮ মার্চ)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে গড়াবে এবারের লড়াই।

ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর একটায় (বাংলাদেশ সময় বিকাল পাঁচটায়)। এই ম্যাচের ভেন্যু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্ক।

এই ম্যাচের আগে পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকাই এগিয়ে থাকছে। এখন পর্যন্ত দুই দল ওয়ানডে খেলেছে ২১টি। এর মধ্যে ১৭ ম্যাচেই জিতেছে প্রোটিয়ারা, টাইগাররা জিতেছে ৪টি ম্যাচে। সর্বশেষ দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল ২০১৯ বিশ্বকাপে। সেই ম্যাচে বাংলাদেশ পেয়েছিল স্মরণীয় জয়।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ৯টি ওয়ানডে ম্যাচ মাঠে গড়িয়েছে। বাংলাদেশ অবশ্য প্রতি ম্যাচেই ছিল পরাজিত দলের আসনে। তবে ওয়ানডে ফরম্যাটের বর্তমান ছন্দের কারণে এবার হারের বৃত্ত ভাঙার আশায় টাইগাররা। আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষস্থানে অবস্থান বাড়তি প্রেরণা যোগাতে পারে সফরকারী দলকে।

এই ম্যাচে বাংলাদেশের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের একাদশ নিয়েই তামিম ইকবালের দল মাঠে নামতে পারে। সিসান্দা মাগালার অনুপস্থিতিতে প্রোটিয়া একাদশে সুযোগ পেতে পারেন কাগিসো রাবাদা।

অনলাইনে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে র‍্যাবিটহোলের ওয়েবসাইটে। এছাড়া বল বাই বল স্কোর দেখা যাবে বিডিক্রিকটাইমে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
দক্ষিণ আফ্রিকা
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), অ্যাইডেন মারক্রাম, রাসি ভন ডার ডুসেন, ডেভিড মিলার, অ্যান্ডিলে ফেসুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

বাংলাদেশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!