১.
কবিতার পংক্তিমালায়, শিলালিপির উৎকীর্ণ ফলকে সমাধিসৌধে
হৃদয়ের অন্তীম ভালোবাসায় কতো,
রমণীপ্রেম লুকিয়ে আছে।
তাজমহলের শ্বেতমর্মর পাথরে চকমক শুভ্র আলোক –
ঝলমলে, অপূর্ব প্রেমের নিদর্শন, শোভা পেয়েছে!!
পৃথিবীর ‘আশ্চর্য, সৌন্দর্যে-আগ্রার তাজমহল’, মমতাজ স্মৃতি
চির-অম্লান, সম্রাট শাহজাহানের গভীর ভালোবাসা অনুরাগে।
কানাডার জলপ্রপাত, সুইডেনের বৃহৎ ঝর্ণা, রাঙামাটির
পাহাড়ী শোভা’, লেক, কতো যে অপরূপ সৌন্দর্যে, ভ্রমণ
পিয়াসীর ভালোলাগা আবেশে, আকর্ষণ বাড়ায় অনায়াসে!!
সুন্দরবন ঘনসবুজ অরণ্যশোভা, রূপসী বাংলার
সুন্দর প্রকৃতি, শ্যামলিমায়; মৌমাছি গুঞ্জনে-
আমার ভালোবাসা – দেশপ্রেম মিশে আছে, অনেক
আবেগ উচ্ছ্বাসে!!
কেল্লাতাজপুর বঙ্গ বীরঙ্গনা সখিনার কবরের শোভায়
বিহানে কতো ফুল ফুটিছে। ভোরের শিশির ভেজা
– তৃণলতা ঘাসে, কতো বিরহ-বিচ্ছেদ ব্যথায়
বাগানের কতো চামেলী, বেলী গোলাপ ফুল ঝরেছে!
যুদ্ধের মাঠে তালাকনামা পাঠে বুকের অনল সখিনার
অশ্রুজলে ভিজেছে। দুলাল ঘোড়া মাটিতে-
লুটিয়ে ঢলে পড়েছে।
চন্দ্রাবতী প্রেম বিরহজ্বালায় আত্নাহুতি। নরসুন্দা
নদ; খরস্রোতে, সুইত্যা নদীর ঢেউ বুক ফাটা
আর্তনাদে কান্নার অশ্রুজলে, নদী তীরে মিশেছে।
বাংলার লোক কাহিনী, চিরচেনা স্মৃতিতে অমলিন
অক্ষত রয়েছে।
দেওয়ানা-মদীনা প্রেম, ময়মনসিংহ লোকগাঁথা
অমরত্বে ঐতিহ্যে সুনাম কুড়িয়েছে।
২.
ফরাসী কবি রোম্যাঁ রোলাঁ মদীনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছে।
মদীনা বিবির প্রেমের গভীরতায়, রূপ বন্দনায় লোক
সাহিত্য গৌরবে ‘ময়মনসিংহ গীতিকা’ বিশ্বে সমাদর
পেয়েছে।
জীবনানন্দ প্রেম, বনলতা সেন বাংলার সবুজ ঘাস
তৃণছায়ায় পৌষের রাত অন্ধকার-তিমিরে হারিয়ে
গেছে। সন্ধ্যার ঘন কুয়াশা নদীচর বালুচরে –
বনলতা প্রেম মিশে আছে। ডুমুরের শতো ফুল ফুটেছে।
পদ্মাবতী প্রেম, আলাওল রচনায়, প্রাচীন রূপকথায়
কবিতার ছন্দে অপূর্ব সৌন্দর্যে আরাকান সভ্যতায় ও
রাজসভায় সাড়া জাগিয়েছে। সিংহলগড় অরণ্যে শুকপাখি
মুখ খুলেছে। ভালোবাসা সুখের বার্তা বহন করেছে।
মধ্যযুগে মঙ্গলকাব্য, পদাবলী, উপাখ্যান, মধুর রস
সিঞ্চনে অপূর্ব ব্যঞ্জনায় শব্দের মালা গেঁথেছে।
ইতিহাসের পাতায়, বাংলা, লোকগাঁথা, কাহিনী কাব্য
সংস্কৃতি গৌরবে আধুনিক রূপক ব্যঞ্জনায় অভিনব
ঐতিহ্য – গড়েছে।
খুলনা গেজেট/ টি আই