মণিমুক্তা খচিত আবেগের অবগাহন
পুষ্প হৃদয় আঙিনায় গন্ধমালায় অকৃত্রিম তৃঞ্চা
ছন্দপতনে অন্ধকারে হাবুডবু খায়
লালিত প্রেম ভালোবাসনার বাতি নিভে যায়।
বিচিত্র অভিনয়ে অত্যন্ত পারদর্শী
গভীর ক্ষতসৃষ্টি হৃদয়ের গহীনে স্মৃতির প্রেম
প্রেম ভালোবাসা নানারূপে সত্য
অনন্তকাল জীবনের আবশ্যিক
পূর্ণাঙ্গ বিশ্বাসের প্রকাশ
প্রেম আকাশের মতো অন্তহীন
হিসাবের গরমিলে হয় বিলীন।
জটিল প্রেম হারায় ছন্দ
প্রেমের গন্ধ হয় দুর্গন্ধ
গাঢ়ো অবিশ্বাসের দোলাচলে
মিশে যায় রৌদ্রছায়ার রহস্যময় প্রেম।
কংকটাকীর্ণ স্বপ্নময় প্রেমের রাস্তায় নানা বাঁধা
তবুও প্রেমের স্বাধীনতা হয় কুসুমাস্তীর্ণ।
বিরহ অভিমান অনুরাগের ছোঁয়ায় গড়ে গভীর প্রেম
বিতৃঞ্চার চপেটাঘাত নয় প্রেম
জীবনের অজস্র খন্ডচিত্রের ঘুর্ণাচক্রে ভাবনার স্পর্শ
ঔদ্ধত্য দম্ভ অহংকার দ্বিধা দ্বন্দ প্রেমকে করে প্রশ্নবিদ্ধ।
তাচ্ছিল্যের চিহ্নভরা অনন্য অসাধারণে বন্দি
চিন্তার সম্ভারে অন্তরালের প্রেম করে সন্ধি
স্বাতন্ত্রচিহ্ন বৈশিষ্ট্যে উজ্জ্বল ধারক আশা আকাঙ্খা
প্রকৃতির স্বাভাবিক ছন্দ নিবিড় প্রেম ভালোবাসা।
খুলনা গেজেট / এআর