যশোরের শার্শা উপজেলার কন্যাদাহ গ্রামে প্রেমঘটিত কারণে সাইফুল ইসলাম মুকুল (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় পিটুনীতে নিহতের ভাই শরিফুল ইসলাম বকুলও (৩৫) আহত হয়েছেন।
বুধবার (২২ মে) রাত ১০টার দিকে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদাহ গ্রামের মৃত আজিজের ছেলে সাইফুল ইসলাম মুকুল ও তার ভাই শরিফুল ইসলাম বকুলের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। এসময় তাদের দু’জনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম মুকুল বৃহস্পতিবার রাতে মারা যান। তার পরিবারের পক্ষ থেকে শার্শা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর স্থানীয় হাসান মেম্বারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, হাসান মেম্বার (৩৫), তাজ উদ্দিন (৪৫) ও কামরুজ্জামান (৩৭)।
পুলিশ ও গ্রামবাসী জানায়, গ্রামের একটি মেয়ের সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। এ ঘটনা জানতে পেরে ওইদিন রাত ১০টার দিকে হাসান মেম্বারসহ ১০-১২ জন নয়নের মামাতো ভাই সাইফুল ইসলাম মুকুলের বাড়িতে নয়নকে খুঁজতে যান। এ সময় তাকে না পেয়ে পূর্বশত্রুতার জেরে মুকুল ও বকুলকে ১০/১২ জন মিলে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। পরে লোকজন তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত সাইফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে সাইফুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাতে মারা যান।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, নিহতের ফুফাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় ইউপি সদস্যের এক আত্মীয়ের প্রেম ঘটিত ও পূর্ব শত্রুতার জেরে বাগবিত-ার এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য হাসানসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের আটকে অভিযান চলছে বলে তিনি জানান।
খুলনা গেজেট/কেডি