সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকদের বদলি শুরু হচ্ছে মঙ্গলবার। একই বিভাগের মধ্যে আন্তঃজেলা অনলাইন বদলি হতে পারবেন শিক্ষকরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক আদেশে সোমবার (১৩ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার ১৪ মার্চ শুরু হয়ে এই আন্তঃজেলা অনলাইন বদলি কার্যক্রম চলবে ২২ মার্চ পর্যন্ত। ১৪ ও ১৫ মার্চ শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন।
শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধু এক বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে ওই আদেশে উল্লেখ আছে।
১৬ থেকে ১৮ মার্চ পর্যন্ত উপজেলা বা থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ১৯ ও ২০ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন এবং ২১ ও ২২ মার্চ বিভাগীয় উপপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
খুলনা গেজেট/কেডি