খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি
  নরসিংদীতে ব্যাডমিন্টন খেলার সময় যুবককে গুলি করে হত্যা
  ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
  ব্রাজিলে দুর্ঘটনায় বাসে আগুন, পুড়ে নিহত ৩৮

প্রাণের প্রগাঢ় অনুভূতি : স্মৃতিচারণ

আবদুস সালাম খান পাঠান

১.
জীবনের অতীত স্মৃতিকথা, প্রাচীন ভাষা, পুঁথি, কালের-
বিবর্তনে-বিস্মৃতির অতল গর্ভে, কভু হারিয়ে যায় ।
অকস্মাৎ আনন্দ মধুর জীবনের কোলাহল কভু থেমে যায় ।
দৃষ্টিগোচর না হয় প্রতিদিন ভোরের সূর্যোদয় –
দেখার রঙিন সকাল ।
বার বার মনে পড়ে অতীত দিনগুলোর স্মৃতিচারণ –
যেখানে রয়েছিলো, অক্লান্ত শ্রমের বিপুল সাড়া,
আনন্দময় জীবনের ব্যতিব্যস্ত ব্যাকুল আকাঙ্ক্ষা
বিলাস,- প্রণয়-উল্লাস, শতো আকুলতা ।
জন্মভূমির প্রকৃতি প্রেমে; জড়িয়ে রয় সদা প্রাণের প্রগাঢ়
অনুভূতির অসম্ভব ব্যাকুলতা ।
প্রকৃতির বিজনতা, বনছায়া নিভৃতে বুকে জমে রয়
নব কল্পনা-ভাবনা ! এক অভিনব চেতনা !!
-ভালোবাসার অনুরাগ স্পন্দনে, হৃদয়ের দৃঢ় বন্ধনে
সকল দিবস-যাপনা !! অশ্রুসজল নয়ন দৃষ্টি নন্দনা ।
একান্ত মনের ইচ্ছাগুলো মিশে যায়, সুইত্যা নদীর
তরঙ্গিত স্রোতে । – কখনো আধুনিক ভাবনাগুলো
ছড়িয়ে যায়, গজারী, দেবদারু, শালবন, ভাওয়াল –
সবুজ অরণ্যে !! লাল শিমুল রঙে অনন্যা ।
অনেক স্মৃতি মনে পড়ে, সেদিন ময়ূর মেলেছিলো
যে-পাখা; নকশা আঁকা ছবির মতো-
আয়নার দেয়ালে, মর্মর পাথরে, আস্তরণে,
– হৃদয়ের প্রীতি’ সম্মোহনে ।

২.
বয়সের সীমানায় অনেক দয়া, স্নেহ-আবেগ বাড়ে,
প্রাত্যহিক জীবনে । বসন্ত আগমনে,- কতো ছবি আঁকে
বাড়ীর ধারের সজ্জিত বাগানে ফুলে, ফলে ভরা
পুষ্পিত উঠোনে, নির্মল বাতাস বয় দিনমানে ।
সরিষা খেতে শুনি, মৌমাছির গুঞ্জন, মধু আহরণে !
রাত্রির গহীন আঁধারে জ্যোৎস্নালোকে জমে অন্তরে
– অনেক ভালোবাসা, আবেগ, মূর্ছনা, প্রকৃতি চেতনে ।
মনের শতো ইচ্ছাগুলো মিশে ঐ বরফগলা, সুন্দর ঝর্ণার স্রোতে
সেই-সুইডেনে । আর,-সৌন্দর্য, সুখ-অনুরণনে, নয়নভুলে –
– রাঙামাটির পাহাড়ী ঝর্ণা, কাপ্তাই, লেকের নীলাভ জলে
বিশ্ব-সৌন্দর্য বনভূমি সুন্দরবনে, গড়াই নদীর বাঁকে ।

গ্রামের প্রতিচ্ছবি, লতাপাতা, তৃনছায়া, বৃক্ষছায়া
অঙ্গনে হৃদয়ের সুরভি ছড়িয়ে রয় প্রতিদিনের তীব্র
ভাবনা-আকর্ষণে । গোলাপ, জবা চামেলী ফুলবনে ।
– হৃদয়ের সুরভি ছড়ায়-মহুয়া বনে!!
এদেশের মাটির মায়ায় উর্বর প্রেমে, অনাবিল সুখ
স্বাচ্ছন্দ্য মনে । ভালোবাসার অপূর্ব ব্যঞ্জনা সর্বক্ষনে,
বাংলাদেশ আমার মায়াবী প্রেমের প্রকৃতির সুরভি ঘ্রানে ।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!