যশোরে ইজিবাইক চুরি-ছিনতাইকারী চক্রের দু’সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময়ে ৬টি ইজিবাইকসহ তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ডিবি পুলিশের পক্ষ থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়।
আটক আসামিরা হল, সদর উপজেলার রামনগর ধোপাপাড়া গ্রামের ইমান আলী সরদারের ছেলে রায়হান (২০) ও খুলনা ডুমুরিয়া উপজেলার সাহিদুল সরদারের ছেলে সাদ্দাম সরদার (২৭)।
ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, যশোর শহর ও আশপাশ এলাকা থেকে গত একমাসে একাধিক ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব অভিযোগের ভিত্তিতে ডিবির একটি টিম তদন্তে নামে। ইতোপূর্বে ৪টি ইজিবাইক চোরচক্রের সদস্য গ্রেপ্তার ও চোরাই ইজিবাইকসহ চুরি কাজে ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করা হয়।
এরই ধারাবাহিকতায় এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম ১৩ মার্চ বিকালে উপশহর এলাকা থেকে রায়হান নামে এক ইজিবাইক চোরচক্রের সদস্যকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যায় সদর উপজেলার চাঁদপাড়ায় অভিযান চালিয়ে ১টি চোরাই ইজিবাইক উদ্ধার ও সিতারামপুর থেকে ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এরপর তাকে নিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামে অভিযান চালিয়ে সাদ্দাম নামে আরেক সদস্যকে আটক করা হয়। তার কাছে থাকা আরও ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার করে ডিবি পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ও পলাতক সহযোগীরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ইজিবাইক চুরি ও ছিনতাই চক্রের সদস্য। পরস্পর যোগসাজসে তাদের ব্যবহৃত প্রাইভেকারযোগে বিভিন্ন স্থানে গিয়ে চক্রের সদস্যরা ইজিবাইক ভাড়া করে কৌশলে চুরি ও ছিনতাই চালিয়ে যায় বলে তারা স্বীকার করে।
খুলনা গেজেট/ এসজেড