খুলনায় একটি প্রাইভেটকারের সীটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-৬। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) মহানগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা এলাকার চেকপোস্টে তল্লাশীকালে প্রাইভেটকারের তিনজনকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর মেজর মোঃ আনিস-উজ-জামান এবং এএসপি পহন চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হল- যশোরের ঝিকরগাছার পুরন্দরপুরের মৃত কামরুল সরদারের ছেলে মাছুম সরদার (২৮) ও তার সহোদর মোঃ হাসানুর সরদার (৩২), বেনাপোলের বাহাদুরপুরের মৃত গোলাম সরদারের ছেলে মোঃ ইয়াছিন সরদার (৩০)। পরবর্তীতে তাদের তিনটি মোবাইল ফোন, ৫টি সীমকার্ড ও প্রাইভেটকার জব্দ করা হয়। এঘটনায় খানজাহান আলী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এআইএন