খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

প্রশাসনে ১২৭ যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

গেজেট ডেস্ক 

প্রশাসনে ১২৭ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচকে নিয়মিত ব্যাচ হিসাবে বিবেচনা করা হয়েছে। এছাড়া ইতঃপূর্বে পদোন্নতিতে বিভিন্ন ব্যাচের বঞ্চিত কিছু কর্মকর্তা রয়েছেন। দীর্ঘদিন পর অতিরিক্ত সচিব পদে এ পদোন্নতি দেওয়া হলো। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়। সর্বশেষ গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমানে ২৮৮ জন অতিরিক্ত সচিব কর্মরত। পদোন্নতির ফলে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৪১৫ জনে। তবে সরকারের অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ ২১২টি।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন আলেয়া আক্তার (৫৬১৪), এওয়াইএম জিয়াউদ্দিন আল মামুন (৫৯৪৩), মো. খোরশেদ আলম, এনডিসি (৬২৮১), সরদার মো. কেরামত আলী (৬২৮৯), একেএম সোহেল (৬২৯২), শোয়াইব আহমেদ খান (৬২৯৮), মো. আবদুল মালেক (৬৩১২), মো. গোলাম কবির (৬৩৪৪), মো. আকতারুজ্জামান (৬৪৫১), ড. নাজনীন কাউসার চৌধুরী (৬৩৫৭), মো. ফজলুল হক, এনডিসি (৭৭১৬), রাব্বি মিয়া, এনডিসি (৬৩৯৯), ড. মো. মাছুমুর রহমান (৬৪১৭), আবু হেনা মোস্তফা জামান (৬৪৫০), ওমর মো. ইমরুল মহসিন (২০২৬৩), মোহাম্মদ আব্দুস সালাম খান (২০২৯৯), ড. রণজিৎ কুমার সরকার (২০৩০৬), মো. মনিরুল ইসলাম (৬৪৮২), মো. হুমায়ুন কবির (৬৪৮৭), মনোয়ারা ইশরাত (৬৪৮৮), মিনারা মাহরুখ (৬৪৮৯) মো. মামুনুর রশীদ ভূঁইয়া (৬৪৯২), ফয়েজ আহাম্মদ (৬৪৯৩), নাফিউল হাসান (৬৪৯৪), মো. এরশাদুল হক (৬৪৯৮), মো. রফিকুল ইসলাম (৬৪৯৯), মো. আবুল ইসলাম (৬৫০৩), মো. জিয়াউল হক (৬৫০৪), সৈয়দা নওয়ারা জাহান (৬৫০৫), ফারাহ শাম্মী, এনডিসি (৬৫০৬), মো. আব্দুর রাজ্জাক (৬৫১০), ড. এএনএম বজলুর রশীদ (৬৫১১), মো. আহসান কিবরিয়া সিদ্দিকী (৬৫১৩), বদরুন নাহার, এনডিসি (৬৫১৪), আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খান (৬৫১৫), এসএম জাকারিয়া হক (৬৫১৬), মো. জিয়াউল হক (৬৫১৭), গৌতম চন্দ্র পাল (৬৫১৮), হোমায়রা বেগম (৬৫১৯), মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা (৬৫২০), সুরাইয়া পারভীন শেলী (৬৫২১), মো. হাসান মারুফ (৬৫২৩), মো. মোখলেছুর রহমান, এনডিসি (৬৫২৫), মোহাম্মদ খালেদ হাসান (৬৫২৬), মো. জহিরুল ইসলাম ভূঁঞা (৬৫২৭), মোহাম্মদ হাসান আরিফ (৬৫২৮), হাসান খালেদ ফয়সল (৬৫২৯), শাহানা সারমিন (৬৫৩০), ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান (৬৫৩১), নাসিমা পারভীন (৬৫৩২), একেএম বেনজামিন নিয়াজী (৬৫৩৩), আব নূর মো. শামসুজ্জামান (৬৫৩৫), মো. এমদাদুল হক (৬৫৩৬), তš§য় দাস (৬৫৩৭), ইয়াসমিন বেগম (৬৫৪০), ড. জিয়াউল আবেদীন (৬৫৪১), মোহাম্মদ আতিকুর রহমান (৬৫৪২), ড. মো. আয়াতুল ইসলাম (৬৫৪৩), ফেরদৌস রওশন আরা (৬৫৪৬), রহিমা বেগম (৬৫৪৭), কাজী মোহাম্মদ মোজাম্মেল হক (৬৫৪৮), মোহাম্মদ শফিউল আরিফ (৬৫৫০), মো. সবুর হোসেন (৬৫৫২), বিজয় কৃষ্ণ দেবনাথ (৬৫৫৩), আব্দুল লতিফ মোল্লা (৬৫৫৪), মো. ইমতিয়াজ হোসেন (৬৫৫৫), মো. আব্দুর রাজ্জাক সরকার (৬৫৫৭), নাফরিজা শ্যামা (৬৫৫৯), মো. সেলিম ফকির, এনডিসি (৬৫৬১), এএনএম মঈনুল ইসলাম (৬৫৬২), সেখ আখতার হোসেন (৬৫৬৩), মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, ড. মো. জিয়া উদ্দীন (৬৫৬৯), আয়েশা আক্তার (৬৫৭০), মো. সাঈদ কুতুব (৬৫৭২), মো. হামিদুল হক (৬৫৭৩), মোহাম্মদ ওয়াহিদ হোসেন (৬৫৭৪), মো. আব্দুল মান্নান (৬৫৭৫), ইশরাত জামান (৬৫৭৮), খন্দকার জহিরুল ইসলাম (৬৫৭৯), মনিশ চাকমা (৬৫৮১), শাহ মোহাম্মদ মাহবুব (৭৯৩৮), নূর আহমেদ (৭৯৩৯), আলিফ রুদাবা (২০৩১০), মো. হুমায়ুন কবীর (২০৩১১), মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী (২০৩১২), মো. ফজলুর রহমান (২০৩১৬), মো. ফরহাদ সিদ্দিক (২০৩২০), মো. মাহবুবের রহমান (২০৩২১), মো. খায়রুল হাসান (২০৩২২), মোহাম্মদ আনোয়ার উদ্দিন (২০৩২৩), মো. মোতাছিম বিল্লাহ (২০৩২৬), মহা. এনামুল হক (২০৩২৮), মো. হুজুর আলী (২০৩৩০), নাহিদ মঞ্জুরা আফরোজ (২০৩৩১), ফয়সাল আহমেদ (২০৩৩৩), নিখিল কুমার দাস (২০৩৩৫), ড. মো. রফিকুল ইসলাম (২০৩৩৬), মোহাম্মদ মিজানুর রহমান (২০৩৩৯), এএইচএম কামরুজ্জামান (২০৩৪০), এসএম আরশাদ ইমাম (২০৩৪২), মো. আতাউর রহমান খান, এনডিসি (২০৩৪৪), মো. মাহমুদ আলী (২০৩৪৬), মো. সাইফুল ইসলাম (২০৩৫০), জাকিয়া আফরোজ (২০৩৫২), মো. আলী রেজা সিদ্দিকী (২০৩৫৩), নাঈমা বেগম (২০৩৫৪), মো. সাইফুল হক চৌধুরী (২০৩৫৫), নীলুফা আক্তার (২০৩৬৫), ড. মো. আল আমীন সরকার (২০৩৫৭), মুন্সী আবদুল আহাদ (৭৬৪৪), ড. মো. আবুল হোসেন (৭৭৯১), ড. গোলাম মো. ফারুক (৭৭৯২), শাহ আবদুল আলীম খান (৭৫৮০), মো. ওয়াদুদ হোসেন (৭৭০৫), মো. শাহ আলম (৭৭৭৭), ড. মুহাম্মদ মেহেদী হাসান (৭৭১০), মো. কাউসার আহম্মেদ (৭৭২৫), ড. নাহিদ হোসেন (৭৭৪৭), আবুল খায়ের মো. আক্কাস আলী (৭৬৬২), রশিদুল হাসান (৭৬৩৭), মো. জাকারিয়া (৭৬২৮), মো. আনিসুর রহমান (৭৭৬১), এটিএম সাইফুল ইসলাম (৭৭৬৯) ও মুহাম্মদ আব্দুল হান্নান (৭৭৭৪)।

জনপ্রশাসন মন্ত্রণালয়




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!